The satire in Gulliver’s trial and planned punishment by the Lilliputians suggests—
A
Justice in small societies is fair but harsh
B
Political power manipulates legal systems for revenge
C
Gulliver truly deserved punishment for betrayal
D
The trial symbolizes equality before law
উত্তরের বিবরণ
গালিভার যখন সম্রাটের বিরাগভাজন হয়, তখন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। লিলিপুটিয়ানরা আইনকে ব্যবহার করে তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে।
এই ঘটনা আসলে দেখায় যে, আইন সবসময় ন্যায়বিচারের হাতিয়ার নয়, বরং ক্ষমতাবানরা এটিকে প্রতিশোধ ও শত্রু দমন করার জন্য ব্যবহার করে।সুইফট এখানে ইউরোপীয় বিচারব্যবস্থা এবং রাজনৈতিক ষড়যন্ত্রকে ব্যঙ্গ করেছেন।
শাসক শ্রেণি সবসময় আইনকে নিজেদের সুবিধামতো ব্যবহার করে। গালিভারের মতো নির্দোষ মানুষও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়।

0
Updated: 1 day ago
What problem did Laputan wives often create for the men?
Created: 1 month ago
A
They ran away with strangers from Balnibarbi
B
They refused to learn mathematics
C
They disliked music and art
D
They destroyed scientific instruments
লাপুটার পুরুষরা এতটাই তত্ত্বচিন্তায় ব্যস্ত ছিল যে তারা স্ত্রীদের উপেক্ষা করত। ফলে অনেক নারী নিচে বালনিবার্বির পুরুষদের সঙ্গে পালিয়ে যেত। সুইফট এভাবে দেখিয়েছেন—অতিরিক্ত তত্ত্বচর্চা পারিবারিক জীবন ধ্বংস করে।

0
Updated: 1 month ago
Why does Swift describe the conflict between Lilliput and Blefuscu in detail?
Created: 1 day ago
A
To show the grandeur of small nations’ wars
B
To ridicule the pettiness of religious and political disputes
C
To glorify military heroism in miniature societies
D
To prove Gulliver’s loyalty to the Lilliputians
লিলিপুট ও ব্লেফাস্কুর যুদ্ধ আসলে একটি ক্ষুদ্র কারণ থেকে শুরু হয়—ডিম ভাঙার দিক নিয়ে ধর্মীয় বিতর্ক। সুইফট এখানে ব্যঙ্গ করেছেন ইউরোপীয় সমাজের ধর্মীয় সংঘাত এবং রাজনৈতিক বিভাজনকে।
ইংল্যান্ড ও ফ্রান্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, এদের যুদ্ধকেও তিনি ক্ষুদ্র দৃষ্টিকোণে তুলে ধরেছেন। পাঠকের কাছে এটি হাস্যকর মনে হলেও, আসলে এটি ইউরোপীয় যুদ্ধগুলির তুচ্ছতা বোঝায়।
মানুষের অহংকার, ধর্মীয় গোঁড়ামি, এবং রাজনৈতিক দ্বন্দ্ব কিভাবে অকারণ সংঘাত সৃষ্টি করে, সুইফট সেটাই ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 day ago
What was the Houyhnhnms’ attitude towards lying?
Created: 1 month ago
A
They used lies as clever tricks
B
They punished liars with death
C
They allowed lying only in trade
D
They had no word for a lie in their language
হুইনহ্নিমদের ভাষায় মিথ্যার কোনো শব্দই ছিল না, কারণ তারা কখনো প্রতারণা জানত না। তাদের সমাজ ছিল সম্পূর্ণ সত্য ও যুক্তির ওপর দাঁড়ানো। সুইফট এখানে দেখিয়েছেন—আদর্শ সমাজে মিথ্যা ও প্রতারণার জায়গা নেই।

0
Updated: 1 month ago