Why does Gulliver eventually lose favour in Lilliput despite serving them faithfully?
A
Because he refuses to destroy Blefuscu completely
B
Because he secretly aids the enemy kingdom
C
Because his morality clashes with their cruelty
D
Because he disobeys the emperor’s order for treasure
উত্তরের বিবরণ
গালিভার লিলিপুটের হয়ে যুদ্ধ করে এবং তাদের জয় এনে দেয়। কিন্তু যখন সম্রাট তাকে আদেশ দেয় ব্লেফাস্কুর রাজধানী সম্পূর্ণ ধ্বংস করতে, তখন গালিভার অস্বীকার করে।
তার মানবিকতা তাকে বাধা দেয় নিরপরাধ মানুষ হত্যা করতে। এর ফলে সম্রাটের ক্রোধ জন্মায় এবং ধীরে ধীরে গালিভারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।
সুইফট এখানে ব্যঙ্গ করেছেন যে, রাজনৈতিক ক্ষমতা কখনো মানবিকতা বোঝে না। রাষ্ট্রনায়করা মানবিকতা ও ন্যায়ের চেয়ে ক্ষমতার লোভকে বড় মনে করে।
0
Updated: 1 month ago
What did the Houyhnhnms believe about war?
Created: 2 months ago
A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।
0
Updated: 2 months ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 2 months ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।
1
Updated: 2 months ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 2 months ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।
2
Updated: 2 months ago