Gulliver’s role in helping Lilliput defeat Blefuscu is ironic because—
A
He becomes a tool of propaganda for a tiny empire
B
His immense size trivialises their military victory
C
Swift mocks human pride in wars that mean nothing
D
He unknowingly supports a tyrannical ruler
উত্তরের বিবরণ
গালিভারের সাহায্যে লিলিপুটিয়ানরা সহজেই ব্লেফাস্কুকে পরাজিত করে। এই দৃশ্যটি আসলে ব্যঙ্গাত্মক। সুইফট বোঝাতে চেয়েছেন যে, মানুষের যুদ্ধ আসলে অর্থহীন, আর গালিভারের মত একজন দৈত্যের সাহায্যে এমন বিজয় আরও হাস্যকর হয়ে ওঠে।
যুদ্ধ মানে মানুষের অহংকার, ক্ষমতার লড়াই এবং ক্ষুদ্র কারণের জন্য হাজারো প্রাণহানি। কিন্তু এখানে একটি বিশাল মানুষ মুহূর্তের মধ্যে সেই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দেয়। এর মাধ্যমে বোঝানো হয় যে, মানুষের গৌরবময় যুদ্ধ আসলে ছোট এবং হাস্যকর।

0
Updated: 1 day ago
Who lived on the island of Glubbdubdrib?
Created: 1 month ago
A
Soldiers and sailors
B
farmers
C
Sorcerers and magicians
D
Scientists and Politicians
গ্লাবডাবড্রিব দ্বীপে জাদুকররা বাস করত। এখানকার শাসক মৃত মানুষদের আত্মা ডেকে আনতে পারত। গালিভার এখানে প্রাচীন ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিকে দেখতে পায়। এই অংশে সুইফট ইতিহাস ও বর্তমান সমাজের তুলনা করতে ব্যঙ্গ ব্যবহার করেছেন।

0
Updated: 1 month ago
What was Gulliver’s position in Brobdingnag society?
Created: 1 month ago
A
A toy and curiosity
B
A respected scholar
C
A soldier in the army
D
A servant in the palace
ব্রবডিংনাগবাসীরা গালিভারকে ছোট্ট খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে দেখত। কৃষক তাকে প্রদর্শনীতে দেখাত, আর প্রাসাদে রানি তাকে আলাদা ঘরে রাখত। যদিও সে শিক্ষিত মানুষ ছিল, তার আকারের কারণে সবাই তাকে শুধুই খেলনা হিসেবে ব্যবহার করত।

0
Updated: 1 month ago
When Gulliver first wakes up in Lilliput, what is his condition?
Created: 1 week ago
A
He is in a comfortable bed, well-fed and rested.
B
He is lying on his back, with his arms, legs, and hair tied to the ground.
C
He is running from the Lilliputians, trying to escape them.
D
He is being carried to the capital city in a large cage.
Gulliver’s Travels-এ, গালিভারের জাহাজ একটি প্রবল ঝড়ে ধরা পড়ে, যা জাহাজকে পথভ্রষ্ট করে, একটি পাথরে আঘাত করায় এবং শেষমেষ ভেঙে যায়।
-
দক্ষ সাঁতারু হিসেবে, গালিভার ধ্বংসাবশেষ থেকে বেঁচে যায় এবং লিলিপুটের তটে সাঁতার কেটে পৌঁছায়।
-
তটবর্তী ক্লান্তিতে তিনি গভীর ঘুমে ডুবে যান।
-
ঘুম থেকে জেগে তিনি দেখতে পান, নিজেকে সম্পূর্ণভাবে আটকে রাখা হয়েছে; লিলিপুটরা তার অঙ্গপ্রত্যঙ্গ এবং এমনকি চুলও দৃঢ় কিন্তু সরু সূতোর সাহায্যে মাটিতে বেঁধেছে, ফলে তিনি তাদের উপস্থিতি বুঝতে পারার আগেই বন্দী হন।
এই ঘটনা ক্ষুদ্র এবং সুক্ষ্ম লিলিপুটদের পরিচয় করিয়ে দেয় এবং পরবর্তি ব্যঙ্গাত্মক ও দুঃসাহসিক অভিযানগুলোর মঞ্চ প্রস্তুত করে।

0
Updated: 1 week ago