Gulliver’s role in helping Lilliput defeat Blefuscu is ironic because—
A
He becomes a tool of propaganda for a tiny empire
B
His immense size trivialises their military victory
C
Swift mocks human pride in wars that mean nothing
D
He unknowingly supports a tyrannical ruler
উত্তরের বিবরণ
গালিভারের সাহায্যে লিলিপুটিয়ানরা সহজেই ব্লেফাস্কুকে পরাজিত করে। এই দৃশ্যটি আসলে ব্যঙ্গাত্মক। সুইফট বোঝাতে চেয়েছেন যে, মানুষের যুদ্ধ আসলে অর্থহীন, আর গালিভারের মত একজন দৈত্যের সাহায্যে এমন বিজয় আরও হাস্যকর হয়ে ওঠে।
যুদ্ধ মানে মানুষের অহংকার, ক্ষমতার লড়াই এবং ক্ষুদ্র কারণের জন্য হাজারো প্রাণহানি। কিন্তু এখানে একটি বিশাল মানুষ মুহূর্তের মধ্যে সেই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দেয়। এর মাধ্যমে বোঝানো হয় যে, মানুষের গৌরবময় যুদ্ধ আসলে ছোট এবং হাস্যকর।
1
Updated: 1 month ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 2 months ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।
0
Updated: 2 months ago
What moral lesson does Gulliver learn from the Struldbrugs?
Created: 2 months ago
A
Old age is always a happy time
B
Immortality is a curse, not a blessing
C
Human life becomes wiser with age
D
Wealth ensures peace in old age
প্রথমে গালিভার ভাবে অমরত্ব সৌভাগ্যের। কিন্তু স্ট্রাল্ডব্রাগস দেখে সে বুঝতে পারে—বার্ধক্য আসতে থাকে, কিন্তু মৃত্যু আসে না। ফলে তাদের জীবন কষ্টময় হয়ে ওঠে। এখানে সুইফট মানুষের অযৌক্তিক চাওয়াকে ব্যঙ্গ করেছেন এবং দেখিয়েছেন—মৃত্যুহীন জীবন আসলে অভিশাপ।
0
Updated: 2 months ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 2 months ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।
1
Updated: 2 months ago