Why does Swift describe the conflict between Lilliput and Blefuscu in detail?
A
To show the grandeur of small nations’ wars
B
To ridicule the pettiness of religious and political disputes
C
To glorify military heroism in miniature societies
D
To prove Gulliver’s loyalty to the Lilliputians
উত্তরের বিবরণ
লিলিপুট ও ব্লেফাস্কুর যুদ্ধ আসলে একটি ক্ষুদ্র কারণ থেকে শুরু হয়—ডিম ভাঙার দিক নিয়ে ধর্মীয় বিতর্ক। সুইফট এখানে ব্যঙ্গ করেছেন ইউরোপীয় সমাজের ধর্মীয় সংঘাত এবং রাজনৈতিক বিভাজনকে।
ইংল্যান্ড ও ফ্রান্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, এদের যুদ্ধকেও তিনি ক্ষুদ্র দৃষ্টিকোণে তুলে ধরেছেন। পাঠকের কাছে এটি হাস্যকর মনে হলেও, আসলে এটি ইউরোপীয় যুদ্ধগুলির তুচ্ছতা বোঝায়।
মানুষের অহংকার, ধর্মীয় গোঁড়ামি, এবং রাজনৈতিক দ্বন্দ্ব কিভাবে অকারণ সংঘাত সৃষ্টি করে, সুইফট সেটাই ব্যঙ্গ করেছেন।
0
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:
0
Updated: 1 month ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 2 months ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।
0
Updated: 2 months ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 2 months ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।
0
Updated: 2 months ago