How does God respond to Adam and Eve’s sin in Book 10?
A
He immediately destroys them and creates a new pair of humans.
B
He sends the Son to pronounce judgment but with mercy.
C
He forgives them entirely and restores them to their former state.
D
He banishes Satan at once and ends his influence on earth.
উত্তরের বিবরণ
দশম খণ্ডে ঈশ্বর সরাসরি আদম ও হাওয়াকে শাস্তি দেন না। বরং তিনি তাঁর পুত্রকে পাঠান বিচার ঘোষণার জন্য। এটি এক গভীর ধর্মীয় দৃষ্টান্ত বহন করে। ঈশ্বর ন্যায়পরায়ণ, তাই পাপকে উপেক্ষা করতে পারেন না। আবার তিনি করুণাময়, তাই মানুষকে সম্পূর্ণ ধ্বংসও করতে চান না।
পুত্র এসে আদম ও হাওয়ার উপর শাস্তি ঘোষণা করেন। তারা ইডেন উদ্যানে আর থাকতে পারবে না। তাদের জীবন হবে কষ্টময়, শ্রমসাধ্য, এবং মৃত্যু অনিবার্য। কিন্তু এর সঙ্গে তিনি আশা দেন—মানবজাতি শেষ পর্যন্ত মুক্তি পাবে ঈশ্বরের পরিকল্পনায়। এটি আসলে খ্রিস্টীয় মুক্তির পূর্বাভাস, যেখানে খ্রিস্টের আত্মদান মানবজাতিকে আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে নেবে।
এই দ্বৈত দিক—শাস্তি ও করুণা—মিলটনের ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে। ঈশ্বর পাপকে সহ্য করেন না, কিন্তু তিনি ভালোবাসার মাধ্যমে মানুষের জন্য নতুন পথ তৈরি করেন। ফলে দেখা যায়, পাপ মানব ইতিহাসে পতন ঘটালেও মুক্তির সম্ভাবনা রয়ে গেল।

0
Updated: 1 day ago
In Book 9, what key rhetorical strategy does Satan employ while persuading Eve to eat the fruit?
Created: 1 day ago
A
He appeals to her sense of equality with Adam.
B
He stresses that God’s prohibition was unfair and restrictive.
C
He emphasizes the natural beauty of the fruit as irresistible.
D
He argues that knowledge will elevate her beyond her present state.
শয়তান যখন হাওয়াকে প্রলুব্ধ করে, তখন সে সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে জ্ঞান অর্জনের প্রলোভন ব্যবহার করে। তার যুক্তি ছিল—এই ফল খেলে হাওয়া কেবল আদমের সমান নয়, বরং আরও উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারবে।
সে হাওয়ার মনে এমন ধারণা তৈরি করে যে, নিষেধাজ্ঞা আসলে ঈশ্বরের হিংসা থেকে এসেছে, যাতে মানুষ জ্ঞানের আসল শক্তি না পায়।
এই যুক্তি খুব কৌশলী। কারণ হাওয়া তার সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতি গর্বিত ছিল, এবং নতুন উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা তার মনে স্বাভাবিকভাবেই ছিল। শয়তান জানত যে শুধু সৌন্দর্য বা স্বাদের কথা বললে প্রলোভন যথেষ্ট হবে না। তাই সে জ্ঞান, ক্ষমতা, এবং দেবতাসুলভ অবস্থার প্রতিশ্রুতি দিল।
এখানে শয়তানের কৌশল একদিকে মিথ্যা, অন্যদিকে অর্ধসত্য। কারণ ফল খাওয়ার মাধ্যমে হাওয়া সত্যিই জ্ঞান পেল, কিন্তু সেই জ্ঞান তাকে আশীর্বাদ নয়, বরং অভিশাপ এনে দিল।
এইভাবে মিলটন দেখান যে মন্দ প্রায়ই সত্য ও মিথ্যার মিশ্রণে প্রলুব্ধ করে। হাওয়া যুক্তির ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নিল, যা মানবজাতির পতন ডেকে আনল।

0
Updated: 1 day ago
Who leads the rebel angels in Paradise Lost?
Created: 1 month ago
A
Satan
B
Michael
C
Gabriel
D
Beelzebub

0
Updated: 1 month ago
In which Book does Satan enter the Garden of Eden in disguise?
Created: 1 month ago
A
Book 1
B
Book 9
C
Book 10
D
Book 12
Book 9-এই শয়তান সাপের রূপ ধরে ইভকে প্রলোভন দেয়।

1
Updated: 1 month ago