In Book 10, what is the primary consequence of Adam and Eve’s sin upon the natural world?
A
The animals start fighting and show hostility towards each other.
B
The heavenly bodies alter their course, bringing imbalance to seasons.
C
The earth begins to decay, producing thorns, thistles, and disorder.
D
The rivers dry up and mountains collapse into the sea.
উত্তরের বিবরণ
দশম খণ্ডে মিলটন দেখান, আদম-হাওয়ার পতন কেবল তাদের জন্য নয়, সমগ্র প্রকৃতির জন্যও ভয়াবহ ফল বয়ে আনে। পূর্বে প্রকৃতি ছিল সুষম, সৌন্দর্যময় এবং শান্তিপূর্ণ। কিন্তু তাদের পাপের পর পৃথিবী পরিবর্তিত হয়। বৃক্ষরাজি আর সুগন্ধি ফল উৎপন্ন করে না, বরং কাঁটা, আগাছা এবং বিষাক্ত উদ্ভিদ জন্মায়।
এটি মূলত প্রতীকী অর্থ বহন করে। মানুষ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললে প্রকৃতির সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। পূর্বে মানুষ প্রকৃতির রক্ষক ছিল, কিন্তু এখন সে প্রকৃতির উপর বোঝা হয়ে দাঁড়ায়। পৃথিবীর সৌন্দর্য হারিয়ে যায়, এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এছাড়া মিলটন দেখিয়েছেন, প্রকৃতির এই বিশৃঙ্খলা মানুষের অভ্যন্তরীণ নৈতিক পতনের প্রতিফলন। যেমন মানুষের মনে অশান্তি ও ভয় জন্মেছে, তেমনি প্রকৃতির ভেতরও অশান্তি এসেছে। ফলে পাপের প্রভাব শুধু আধ্যাত্মিক নয়, বরং ভৌত জগতেও ছড়িয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What role does Beelzebub play in Paradise Lost, Book One?
Created: 2 months ago
A
He builds Pandemonium
B
He supports Satan’s ideas
C
He opposes Satan directly
D
He remains silent
Beelzebub শয়তানের প্রধান সহযোগী। তিনি শয়তানের পরিকল্পনা সমর্থন করেন—মানুষকে প্রলুব্ধ করে ঈশ্বরের সৃষ্টি নষ্ট করার ষড়যন্ত্রে তিনি তার সঙ্গী হয়। এটি দানবদের একতা ও কূটনীতির প্রতীক।
0
Updated: 2 months ago
What curse does God place on Eve specifically?
Created: 2 months ago
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।
0
Updated: 2 months ago
What does Eve do after the judgment?
Created: 2 months ago
A
She becomes silent
B
She pleads for forgiveness
C
She curses the serpent
D
She decides to leave Eden alone
ইভ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার অনুতাপ সত্যিকারের আবেগ প্রকাশ করে। সে আদমকেও শান্ত করে এবং বলে ভবিষ্যতে তারা একসঙ্গে কষ্ট সহ্য করবে। এখানে ইভের চরিত্রে পরিবর্তন আসে—অহংকার ও কৌতূহলের জায়গায় অনুশোচনা ও বিনয় জন্ম নেয়।
0
Updated: 2 months ago