In Book 10, what is the primary consequence of Adam and Eve’s sin upon the natural world?
A
The animals start fighting and show hostility towards each other.
B
The heavenly bodies alter their course, bringing imbalance to seasons.
C
The earth begins to decay, producing thorns, thistles, and disorder.
D
The rivers dry up and mountains collapse into the sea.
উত্তরের বিবরণ
দশম খণ্ডে মিলটন দেখান, আদম-হাওয়ার পতন কেবল তাদের জন্য নয়, সমগ্র প্রকৃতির জন্যও ভয়াবহ ফল বয়ে আনে। পূর্বে প্রকৃতি ছিল সুষম, সৌন্দর্যময় এবং শান্তিপূর্ণ। কিন্তু তাদের পাপের পর পৃথিবী পরিবর্তিত হয়। বৃক্ষরাজি আর সুগন্ধি ফল উৎপন্ন করে না, বরং কাঁটা, আগাছা এবং বিষাক্ত উদ্ভিদ জন্মায়।
এটি মূলত প্রতীকী অর্থ বহন করে। মানুষ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললে প্রকৃতির সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। পূর্বে মানুষ প্রকৃতির রক্ষক ছিল, কিন্তু এখন সে প্রকৃতির উপর বোঝা হয়ে দাঁড়ায়। পৃথিবীর সৌন্দর্য হারিয়ে যায়, এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এছাড়া মিলটন দেখিয়েছেন, প্রকৃতির এই বিশৃঙ্খলা মানুষের অভ্যন্তরীণ নৈতিক পতনের প্রতিফলন। যেমন মানুষের মনে অশান্তি ও ভয় জন্মেছে, তেমনি প্রকৃতির ভেতরও অশান্তি এসেছে। ফলে পাপের প্রভাব শুধু আধ্যাত্মিক নয়, বরং ভৌত জগতেও ছড়িয়ে পড়ে।

0
Updated: 1 day ago
Of the following authors, who wrote an epic?
Created: 1 month ago
A
John Milton
B
Jane Mansfield
C
William Cowper
D
William Shakespeare
Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য) লেখেন এমন author হলেন John Milton. John Milton- এর বিখ্যাত মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regained

0
Updated: 1 month ago
What inner conflict does Adam feel before eating the fruit?
Created: 1 month ago
A
Between fear and love
B
Between pride and humility
C
Between wisdom and ignorance
D
Between justice and mercy
আদম বুঝেছিল ফল খেলে মৃত্যু নিশ্চিত। তার মনে ভয় জন্ম নেয়। কিন্তু সে ইভকে ছেড়ে বাঁচতে চায়নি। তার প্রেম এত শক্তিশালী ছিল যে ভয়কে জয় করে। এই দ্বন্দ্ব—ভয় ও প্রেমের সংঘাত—তার সিদ্ধান্তকে নির্ধারণ করে এবং মানবজাতিকে পতনের দিকে ঠেলে দেয়।

0
Updated: 1 month ago
What argument does Eve use to persuade Adam to eat the fruit?
Created: 1 month ago
A
She says it tastes sweet
B
She says it gives strength
C
She says it gives wisdom and makes them equal
D
She says Satan advised it
ইভ ফল খাওয়ার পর আদমকে বোঝায় যে এতে তারা দেবদূত বা ঈশ্বরের মতো জ্ঞানী হবে এবং একে অপরের সমান মর্যাদা পাবে। এটি মানবের অহংকার, সমতার আকাঙ্ক্ষা এবং সীমা অতিক্রমের প্রতীক।

0
Updated: 1 month ago