Why does the speaker call the nightingale an "immortal Bird" in "Ode to a Nightingale"?
A
Because it will be made eternal through his poem
B
Because this specific bird is a god in disguise.
C
Because its song is a timeless voice that has been heard for centuries
D
Because he believes all creatures of nature are reborn.
উত্তরের বিবরণ
In this stanza, Keats emphasizes the immortality of the nightingale's song rather than the bird itself. তিনি বলতে চাচ্ছেন যে যেই nightingale-এর গান আমরা শুনি, তা সময়ের বাঁধা অতিক্রম করে, অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের হৃদয় স্পর্শ করেছে।
• Immortal Bird: Keats এখানে বোঝাচ্ছেন যে bird-এর individual জীবন mortal হলেও তার গান amar, অবিনাশী।
• No hungry generations tread thee down: কোনো যুগ, ধনী বা দরিদ্র, emperor বা clown, এই গানকে নষ্ট করতে পারে না।
• Timeless connection: যে গান তিনি এই রাতে শুনছেন, তা ancient days-এও শোনা যেতো এবং মানুষের experience-এ continuity সৃষ্টি করেছে।
• Ruth reference: বাইবেলের Ruth-এর উদাহরণ দিয়ে তিনি দেখাচ্ছেন যে গানটি এমন এক timeless emotion প্রকাশ করে যা মানুষের suffering এবং longing-এর মধ্যেও উপস্থিত থাকে।
• Conclusion: Individual bird হয়তো মারা যাবে, কিন্তু তার species-এর গান eternal beauty প্রকাশ করে, যা human mortality এবং sorrow-এর সীমার বাইরে গিয়ে স্থায়ী থাকে।
এইভাবে, Keats প্রকৃতির এই অবিনাশী সৌন্দর্য এবং timeless inspiration-এর প্রতি শ্রদ্ধা প্রকাশ করছেন।

0
Updated: 7 hours ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)

0
Updated: 2 months ago
What is the speaker's attitude towards death in the sixth stanza of "Ode to a Nightingale"?
Created: 7 hours ago
A
He is terrified of it and begs the nightingale to save him
B
He sees it as an alluring and peaceful escape, calling it "easeful."
C
He is angry that death is inevitable
D
He sees death as a punishment for his sadness.
এই অংশে কবি মৃত্যুর প্রতি ভয় নয়, বরং এক ধরনের আকর্ষণ বা মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চান যে মৃত্যুকে তিনি কষ্টকর বা ভীতিকর কিছু হিসেবে দেখেন না, বরং একে gentle এবং welcome release হিসেবে কল্পনা করেন।
বিশেষ করে যখন তিনি নাইটিঙ্গেলের গানে বিমোহিত, তখন তার কাছে মৃত্যুর ধারণা হয়ে ওঠে এক ধরনের luxurious ও easeful অনুভূতি।
-
"Half in love with easeful Death": এখানে কবি স্বীকার করছেন যে তিনি মৃত্যুর প্রতি আংশিকভাবে প্রেমে পড়েছেন—অর্থাৎ মৃত্যুকে আরামদায়ক ও শান্তিপূর্ণ ভেবে ভালো লাগছে।
-
"Soft names": কবি মৃত্যুকে নরম ও স্নেহপূর্ণ নামে ডেকেছেন, যা তার ভয়হীনতার প্রতীক।
-
"Rich to die": এই বাক্যাংশে মৃত্যু যেন এক luxurious release বা সম্পদপূর্ণ আরাম হয়ে দাঁড়িয়েছে।
-
"No pain": মৃত্যু হবে without suffering, কোনো যন্ত্রণা ছাড়া এক শান্তিপূর্ণ প্রস্থান।
-
নাইটিঙ্গেলের গানের ecstasy-তে কবির কাছে মৃত্যুর ভাবনা হয়ে উঠেছে এক আকর্ষণীয়, এমনকি কাম্য চিন্তা—যেন এই মুহূর্তেই নিঃশব্দে মিলিয়ে যাওয়া সবচেয়ে বড়ো শান্তি।

0
Updated: 7 hours ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 4 weeks ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 4 weeks ago