'বনফুল' কার ছদ্মনাম?
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 3 days ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-

0
Updated: 3 days ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 4 weeks ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।

0
Updated: 4 weeks ago
'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
Created: 4 weeks ago
A
দীনবন্ধু মিত্র
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
প্রমথ চৌধুরী
D
জীবনানন্দ দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে খ্যাত।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ও পিতামহ: পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
বিবাহ: ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে বিবাহ।
-
শিরোপা ও প্রত্যাখ্যান: ১৯১৫ সালে ইংরেজরা তাঁকে ‘নাইট’ উপাধি দেয়; কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি তা ফিরিয়ে দেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছদ্মনাম
রবীন্দ্রনাথ মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মাঃ
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি মধ্যমা
-
শ্রীমতি কনিষ্ঠা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago