Which word acts like a "bell" to toll the speaker back from the nightingale's world to his "sole self"?
A
Adieu
B
Immortal
C
Forlorn
D
Fled
উত্তরের বিবরণ
অষ্টম স্তবকে Keats এই সংযোগটি স্পষ্টভাবে প্রকাশ করেছেন। কবির মন তার কল্পনায় ডুবে থাকে, নিজেকে nightingale-এর সঙ্গে ভাবছে, কিন্তু ঠিক তখনই একটি শব্দ তার ভ্রমণ ভেঙে দেয়:
-
“Forlorn! the very word is like a bell
To toll me back from thee to my sole self!” -
শব্দটি “forlorn”, অর্থাৎ দুঃখিত ও পরিত্যক্ত, সম্পূর্ণভাবে কবির নিজের মানবিক অবস্থাকে বর্ণনা করে, যেখান থেকে সে সাময়িকভাবে মুক্তি পেয়েছিল।
-
এই শব্দটি শুনলে বা মনে করলে সে তার বাস্তবতার সঙ্গে মুখোমুখি হয় এবং nightingale-এর মধুর গানের মোহময়ী আবরণ ভেঙে যায়।
-
এর ফলে সে তার কল্পনাময়ী উড়ান থেকে ফিরে আসে নিজের একক বাস্তবতায়।
0
Updated: 1 month ago
Why does the speaker call the nightingale an "immortal Bird" in "Ode to a Nightingale"?
Created: 1 month ago
A
Because it will be made eternal through his poem
B
Because this specific bird is a god in disguise.
C
Because its song is a timeless voice that has been heard for centuries
D
Because he believes all creatures of nature are reborn.
In this stanza, Keats emphasizes the immortality of the nightingale's song rather than the bird itself. তিনি বলতে চাচ্ছেন যে যেই nightingale-এর গান আমরা শুনি, তা সময়ের বাঁধা অতিক্রম করে, অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের হৃদয় স্পর্শ করেছে।
• Immortal Bird: Keats এখানে বোঝাচ্ছেন যে bird-এর individual জীবন mortal হলেও তার গান amar, অবিনাশী।
• No hungry generations tread thee down: কোনো যুগ, ধনী বা দরিদ্র, emperor বা clown, এই গানকে নষ্ট করতে পারে না।
• Timeless connection: যে গান তিনি এই রাতে শুনছেন, তা ancient days-এও শোনা যেতো এবং মানুষের experience-এ continuity সৃষ্টি করেছে।
• Ruth reference: বাইবেলের Ruth-এর উদাহরণ দিয়ে তিনি দেখাচ্ছেন যে গানটি এমন এক timeless emotion প্রকাশ করে যা মানুষের suffering এবং longing-এর মধ্যেও উপস্থিত থাকে।
• Conclusion: Individual bird হয়তো মারা যাবে, কিন্তু তার species-এর গান eternal beauty প্রকাশ করে, যা human mortality এবং sorrow-এর সীমার বাইরে গিয়ে স্থায়ী থাকে।
এইভাবে, Keats প্রকৃতির এই অবিনাশী সৌন্দর্য এবং timeless inspiration-এর প্রতি শ্রদ্ধা প্রকাশ করছেন।
0
Updated: 1 month ago
John Keats, known for his odes and sensuous imagery, was a prominent poet of which literary period?
Created: 2 months ago
A
Romantic Period
B
Victorian Period
C
Elizabethan Period
D
Modern Age
Exactly ✅
The correct answer is Romantic Period.
John Keats (1795–1821)
-
A British Romantic Poet whose short life produced some of the most celebrated poetry in English literature.
-
His works are rich in imagination, sensuous imagery, and lyrical beauty.
-
He often used classical myths and legends to express profound truths about life and art.
Titles:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
Also trained as a Physician, Surgeon, and Doctor, but devoted himself to poetry.
Major Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
👉 Despite his early death at just 25, Keats left behind a legacy that embodies the spirit of the Romantic Age: passion, beauty, and a search for truth through art.
0
Updated: 2 months ago
How does Keats imagine flying to the bird’s world?
Created: 2 months ago
A
On the wings of love
B
On the chariot of Apollo
C
On the wings of angels
D
On the viewless wings of Poesy
কিটস প্রথমে মদের সাহায্যে পালাতে চান, কিন্তু পরে বলেন কবিতা (Poesy)-র অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের জগতে যাবেন। এভাবে কল্পনা ও কবিতা হয়ে ওঠে তাঁর মুক্তির পথ।
0
Updated: 2 months ago