What is the central theme of "Ode on a Grecian Urn"?
A
The triumph of love over hate
B
The celebration of a military victory
C
The contrast between the perfection of art and the imperfection of human life
D
The beauty of a simple, rural existence
উত্তরের বিবরণ
এই কবিতার মূল দ্বন্দ্ব বা central tension পুরো কবিতাকে চালিত করে। Keats এই বিষয়টি অন্বেষণ করেছেন প্রাচীন urn-এ চিত্রিত দৃশ্যগুলো বিশ্লেষণ করে।
-
কালের অচল শিল্পের সৌন্দর্য (Perfection of Art): Urn-এর জগৎ একটি নিখুঁত মুহূর্তে স্থির, যেখানে সৌন্দর্য ও আনন্দ চিরন্তন।
-
যুবক প্রেমিকেরা কখনও বুড়ো হবে না, এবং তাদের প্রেম কখনও ফিকে হবে না ("For ever panting, and for ever young")।
-
সঙ্গীতজ্ঞের গান চিরকাল বাজবে, যদিও তা "sensual ear"-এর দ্বারা শোনা সম্ভব নয়।
-
বসন্তের দিন কখনও শেষ হবে না, এবং গাছ কখনও তাদের পাতা হারাবে না।
-
এই জগৎ স্থায়ী, অপরিবর্তনীয়, এবং নিখুঁত।
-
-
মানব জীবনের অসম্পূর্ণতা (Imperfection of Human Life): বক্তা, একজন সাধারণ মানুষ হিসেবে, এই শিল্পের নিখুঁত সৌন্দর্যকে মানব জীবনের বাস্তবতার সঙ্গে তুলনা করেন।
-
বাস্তব, "breathing human passion" অস্থায়ী এবং শেষ পর্যন্ত দুঃখ ও অসন্তোষ সৃষ্টি করে ("leaves a heart high-sorrowful and cloy'd, / A burning forehead, and a parching tongue")।
-
Urn-এর চিত্রগুলোর মতো নয়, মানুষ সময়, ক্ষয়, বয়স এবং মৃত্যুর অধীনে থাকে।
-
-
এই কবিতা মূলত এই বিরোধ নিয়ে গভীর চিন্তাভাবনা। এটি শিল্পের ক্ষমতাকে উদযাপন করে যা নিখুঁত সৌন্দর্যের একটি মুহূর্ত ধারণ করতে এবং চিরন্তন করে রাখতে পারে,
কিন্তু সেই একই সময়ে এই নিখুঁততার "শীতলতা" ও প্রাণহীনতা স্বীকার করে, যা মানব জীবনের উষ্ণ, জটিল এবং অস্থায়ী বাস্তবতার সঙ্গে তুলনা করলে বোঝা যায়।
0
Updated: 1 month ago
What is the central theme of “To Autumn”?
Created: 2 months ago
A
The glory of war
B
The fear of winter
C
The celebration of harvest and maturity
D
The struggle of human life
এই কবিতা প্রাচুর্য, পূর্ণতা এবং জীবনের প্রাকৃতিক চক্রের উদযাপন। এখানে মৃত্যু বা ক্ষয় সরাসরি নয়, বরং ফসল তোলা, পরিপক্ব ফল, আর শেষের পাখির গান দিয়ে জীবনের পরিণতির সৌন্দর্য প্রকাশ করা হয়েছে। এটি এক প্রশান্ত, শান্ত উদযাপন।
0
Updated: 2 months ago
Which of the following is an example of Lyric poetry?
Created: 2 months ago
A
The Iliad – Homer
B
Ode to a Nightingale – John Keats
C
The Rime of the Ancient Mariner – Coleridge
D
Arms and the Man – Shaw
Lyric হলো ছোট আকারের এমন কবিতা যেখানে কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা ও আবেগ প্রকাশ পায়। সাধারণত এটি গানধর্মী হয়, সুন্দর শব্দচয়ন এবং ছন্দ থাকে। Lyric কবিতার ধরণগুলো হলো— Sonnet, Ode, Elegy, Haiku। John Keats-এর Ode to a Nightingale একটি বিখ্যাত Lyric, যেখানে তিনি একটি পাখির গান শুনে সৌন্দর্য, মৃত্যু এবং চিরন্তন সুখ নিয়ে ভাবনা প্রকাশ করেছেন। Wordsworth-এর The Solitary Reaper বা Shelley-এর To a Skylark ও Lyric-এর উদাহরণ। Lyric কবিতা পাঠককে কবির হৃদয়ের ভেতরে নিয়ে যায়, যেখানে প্রকৃতি, প্রেম, দুঃখ ও আনন্দ প্রকাশিত হয়।
1
Updated: 2 months ago
Which Romantic poet created the character 'Lamia' in his narrative poem?
Created: 2 months ago
A
Lord Byron
B
P. B. Shelley
C
William Wordsworth
D
John Keats
• The character ‘Lamia’ in the narrative poem was created by John Keats.
• Lamia:
-
Written in 1819 and published in 1820, the poem is inspired by Robert Burton’s Anatomy of Melancholy.
-
It draws upon elements of ancient Greek mythology to tell a story of love and betrayal.
• Characters:
-
Lamia
-
Hermes
-
Lycius
-
Apollonius
• Summary:
-
Lamia was a beautiful woman who, as a punishment, was transformed into a venomous serpent.
-
When Hermes helps her, she regains human form.
-
She goes to the city of Corinth and falls deeply in love with Lycius.
-
Using her magic, Lamia enchants Lycius, and they begin a happy life together.
-
Blinded by love, Lycius ignores the advice of his philosophical teacher Apollonius and decides to marry Lamia.
-
At the wedding, Apollonius reveals Lamia’s true identity as a serpent.
-
Upon this revelation, Lamia mysteriously vanishes, and Lycius dies of grief.
• John Keats:
-
A British Romantic lyric poet devoted to perfecting poetry through vivid imagery, sensuous appeal, and philosophical reflections on classical legend.
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness; also trained as a Physician and Surgeon.
-
His literary works include Sonnets, Odes, and Epics.
• Famous Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
Source: An ABC of English Literature by M Mofizar Rahman.
0
Updated: 2 months ago