The "Bold Lover" who can never kiss his beloved symbolizes:
A
The failure of love
B
The frustration of unrequited love
C
The eternity of pursuit and anticipation in art, which never fades
D
A shy and timid person
উত্তরের বিবরণ
কবিতায় “Bold Lover” চরিত্রটি জীবনের সাধারণ হতাশা বা ব্যর্থতার চিহ্ন নয়, বরং শিল্পের (art) শক্তি এবং চিরন্তনতার ধারণা প্রকাশ করে।
কবি দেখাতে চান কীভাবে শিল্প একটি নিখুঁত মুহূর্তকে ধরে রাখতে পারে, যা বাস্তব জীবনের অমিতব্যয়ী হতাশা থেকে রক্ষা করে।
-
Paradox of the Image: কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো এই বিরোধ—“Bold Lover” তার প্রিয়জনের সাথে চুম্বনের ঠিক আগ মুহূর্তে স্থির, যা বাস্তব জীবনের তুলনায় অসম্ভব।
-
Frustration vs. Ideal: বাস্তব জীবনে এমন মুহূর্ত হতাশাজনক হতে পারে, কিন্তু কবি বলছেন যে প্রেমিককে শোক করতে হবে না ("do not grieve; / She cannot fade, though thou hast not thy bliss")।
-
Eternity in Art: শিল্পের মাধ্যমে এই মুহূর্ত স্থির হওয়ায়, প্রেমিকের অবস্থা নিখুঁত হয়েছে।
-
তার ভালোবাসা চিরস্থায়ী হবে ("For ever wilt thou love")।
-
তার প্রেমিকার সৌন্দর্য কখনো ম্লান হবে না ("and she be fair!")।
-
-
Peak of Anticipation: তাদের আবেগ সবসময় উত্তেজনার শীর্ষে থাকবে ("For ever warm and still to be enjoy'd, / For ever panting, and for ever young"), যা বাস্তব জীবনের “breathing human passion”–এর তুলনায় সম্পূর্ণ ভিন্ন, যেখানে পরিপূর্ণতার পরে হতাশা এবং ক্ষয় আসে ("a burning forehead, and a parching tongue")।
তাই, Bold Lover ব্যর্থতা বা হতাশার প্রতীক নয়, বরং শিল্পের ক্ষমতা দেখায়—কিভাবে একটি নিখুঁত মুহূর্তকে চিরস্থায়ী করে তোলা যায় এবং বাস্তবতার অমোঘ ক্ষয় থেকে রক্ষা করা যায়।

0
Updated: 7 hours ago
Which sound is part of Autumn’s “music”?
Created: 4 weeks ago
A
The cry of migrating swallows
B
The roar of lions
C
The whisper of fairies
D
The hammering of blacksmiths
শেষ স্তবকে শরতের সঙ্গীত ফুটে ওঠে। পোকামাকড়ের গুঞ্জন, মেষশাবকের ডাক, ক্রিকেটের গান, লালবুক রবিনের সিটি আর আকাশে ওড়া পাখির সুরে শরতের সংগীত গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “gathering swallows twitter in the skies।”

0
Updated: 4 weeks ago
Who wrote the poem Ode to a Nightingale?
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
Answer: John Keats
Ode to a Nightingale:
-
রচনা করেছেন John Keats।
-
এটি একটি Ode, যা শিল্প ও জীবনের প্রতি ধ্যান ও মননকে প্রকাশ করে।
-
কবিতাটি লেখা হয়েছে nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে।
-
কবি বাগানে গান করছে এমন পাখির সাথে কাল্পনিক কথোপকথনে আনন্দ অনুভব করছেন।
-
কবিতায় পাখিকে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
কবি দুঃখ-বেদনা পাশ কাটিয়ে চিরসুখী হতে চাচ্ছেন, কিন্তু শেষমেশ উপলব্ধি করছেন, সুখ, সৌন্দর্য ও যৌবন সবই ক্ষণস্থায়ী।
John Keats:
-
English Romantic lyric poet।
-
তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা এবং মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
-
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
প্রধান কাজের ধরন: sonnets, odes, epics।
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet, The Youngest Poet of English Literature।
প্রখ্যাত কবিতাসমূহ:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci

0
Updated: 2 weeks ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)

0
Updated: 2 months ago