ফররুখ আহমেদের জন্মস্থান কোন জেলায়?
A
মাগুরা
B
ঝিনাইদহ
C
নারায়ণগঞ্জ
D
নোয়াখালি
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ
-
জন্ম: ১০ জুন ১৯১৮, মাগুরা জেলা, শ্রীপুর থানার মাঝাইল গ্রাম।
-
পরিচিতি: মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি।
-
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষ পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার মাধ্যমে খ্যাতি অর্জন।
-
উল্লেখযোগ্য কাব্য কাহিনী: হাতেমতায়ী, যার জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ।
-
শিশুতোষ কাব্য পাখির বাসা-র জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার অর্জন।
-
মুহূর্তের কবিতা: ফররুখ আহমদের একটি সনেট সংকলন।
কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
0
Updated: 1 month ago
'লাশ' কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সিন্দাবাদ
B
মুহূর্তের কবিতা
C
সাত সাগরের মাঝি
D
সিরাজাম মুনীরা
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ফররুখ আহমদ 'লাশ' কবিতা লিখে প্রথম খ্যাতি অর্জন করেন। এই কবিতাটি তাঁর 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ:
-
মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ
-
প্রকাশিত: ১৯৪৪
-
মোট কবিতা: ১৯টি
-
গ্রন্থের সর্বশেষে রয়েছে 'সাত সাগরের মাঝি' নামের কবিতা
-
অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি
-
-
ফররুখ আহমদ:
-
মুসলিম পুনর্জাগরণবাদী কবি
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রাম
-
বিখ্যাত কাহিনি কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ
-
একই বছর শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ইউনেস্কো পুরস্কার লাভ
-
-
ফররুখ আহমদের কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
-
0
Updated: 1 month ago
ফররুখ আহমদ কোন সাহিত্যকর্মের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
Created: 2 months ago
A
হাতেমতায়ী
B
লাশ
C
মুহূর্তের কবিতা
D
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ:
-
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
-
‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
-
তিনি তাঁর বিখ্যাত কাহিনী কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
একই সালে তাঁর শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’ ইউনেস্কো পুরস্কার লাভ করে।
-
‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
উৎস: ১) বাংলাপিডিয়া ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'হাতেম তায়ী' ফররুখ আহমেদ রচিত -
Created: 1 month ago
A
উপন্যাস
B
কাহিনী কাব্য
C
গীতি কাব্য
D
কাব্য নাটক
ফররুখ আহমেদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি এবং বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কাব্যিক রচয়িতা। তাঁর সাহিত্যকর্মে কাহিনী কাব্য, শিশুতোষ গ্রন্থ ও সনেট সংকলন সবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
-
জন্ম ও পরিচয়: ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ।
-
সৃজনশীলতা ও স্বীকৃতি:
-
‘সাত সাগরের মাঝি’ তাঁর প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
কাহিনী কাব্য 'হাতেম তায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম (কাব্য নাটক)
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন, ১৯৬৩)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী (কাহিনী কাব্য)
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
অন্যান্য রচনা:
-
পাখির বাসা (শিশুতোষ গ্রন্থ, ১৯৬৫)
0
Updated: 1 month ago