'বাঞ্ছা' শব্দের অর্থ কী?
A
বিষাদ
B
ইচ্ছা
C
উপহাস
D
কর্জ
উত্তরের বিবরণ
বাঞ্ছা (বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
অর্থ: ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, সাধ।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
বিষাদ – দুঃখ, বিষণতা
-
উপহাস – বিদ্রুপ, ঠাট্টা, পরিহাস, কৌতুক
-
কর্জ – ঋণ, ধার, হাওলাত

0
Updated: 7 hours ago
Quarterly শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
'নিস্বন' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
আকাশ
B
পদ্ম
C
শব্দ
D
বায়ু
শব্দ ও অর্থ:
-
নিস্বন: শব্দ, নিনাদ, ধ্বনি, আওয়াজ
-
বায়ু: বাতাস, মলয়, সমীরণ, পবন, দেহমধ্যস্থ পঞ্চবায়ু
-
পদ্ম: পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ
-
আকাশ: গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
Created: 2 weeks ago
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
-
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
-
মাছবিশেষ।
-
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর।
-
জল বা পানি।
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।

0
Updated: 2 weeks ago