'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
A
পাদক
B
পাদ্য
C
পাদঙ্ক
D
পদঙ্ক
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এক কথায় অর্থপ্রকাশ:
-
পা ধোয়ার জল → পাদ্য
-
যা বলা হয়েছে → উক্ত
-
যা বলা হয়নি → অনুক্ত
-
যা বলা হচ্ছে → বক্ষ্যমাণ
-
যা প্রকাশ করা হয়নি → অব্যক্ত
-
যা পূর্বে শোনা যায়নি → অশ্রুতপূর্ব

0
Updated: 7 hours ago
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ কর-
Created: 1 month ago
A
বীরভোগ্যা
B
রত্মগর্ভা
C
বীরপ্রসূ
D
স্বর্ণমাতা
সঠিক উত্তরঃ গ) বীরপ্রসূ
বীরভোগ্যা → যে নারী বীরপুরুষের ভোগ্য, অর্থাৎ বীরের পত্নী।
-
রত্নগর্ভা → যে নারীর গর্ভে মহামূল্যবান সন্তান (রত্নতুল্য সন্তান) জন্ম নেয়।
-
বীরপ্রসূ → যে নারী বীর সন্তান প্রসব করেছে। ("প্রসূ" মানে জন্মদাত্রী)।
-
স্বর্ণমাতা → যার সন্তান সোনার মতো গুণী, তাকে বোঝানো হয়, তবে এটি প্রচলিত এক কথায় প্রকাশ নয়।
অতএব, "বীর সন্তান প্রসব করে যে নারী" এর এক কথায় প্রকাশ হলো → বীরপ্রসূ।

0
Updated: 1 month ago
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
Created: 2 days ago
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:

0
Updated: 2 days ago
'বসে আছে যে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago