'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
ফারসি
উত্তরের বিবরণ
ধুতি
-
উৎপত্তি: হিন্দি শব্দ।
-
অর্থ:
১. পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২. উৎকোচ; ভেট
0
Updated: 1 month ago
‘শকুনি মামা‘- এর অর্থ কোনটি?
Created: 2 months ago
A
কুৎসিত মামা
B
সৎ মামা
C
কুচক্রী মামা
D
পাতানো মামা
শকুনি মামা – এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।
0
Updated: 2 months ago
বৈষ্ণব পদাবলির আদি নিদর্শন 'গীতগোবিন্দম্' কাব্যটি কার রচনা?
Created: 2 months ago
A
জয়দেব
B
বিদ্যাপতি
C
চণ্ডীদাস
D
মুকুন্দরাম চক্রবর্তী
‘গীতগোবিন্দম্’ কাব্য
-
রচয়িতা: জয়দেব
-
ধরণ: সংস্কৃত গীতিকাব্য, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন
-
মূল বিষয়: রাধা–কৃষ্ণের প্রেমলীলা, যা জীবাত্মা–পরমাত্মার সম্পর্ক এবং নর–নারীর চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
গঠন: ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে রচিত।
-
সর্গের নামকরণ: বর্ণিত বিষয় অনুযায়ী ১২টি ভিন্ন নাম দেওয়া হয়েছে।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
রাগমূলক গীতসমূহ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ।
-
চরণশেষে অন্তমিল ব্যবহার করা হয়েছে, যা সংস্কৃত সাহিত্যে বিরল।
-
-
প্রভাব: পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব রয়েছে।
-
গুরুত্ব: বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের কাছে গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
রাজসিংহ
B
আনন্দমঠ
C
দুর্গেশনন্দিনী
D
বিষবৃক্ষ
‘আনন্দমঠ’ উপন্যাস
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৮২
-
পটভূমি: ১৮৬৭ সালের সন্ন্যাসী বিদ্রোহের ছায়া
-
প্রতিপাদ্য বিষয়: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
স্বদেশ = বঙ্গভূমি
-
ধর্ম = হিন্দু ধর্ম
-
-
ধরণ: কল্পিত কিন্তু বাস্তবানুগ উপন্যাস; চরিত্র আদর্শায়িত
-
মূল বিষয়বস্তু: সাধারণ গ্রামীণ জীবন, প্রেম ও আদর্শের দ্বন্দ্ব
-
গান: বন্দে মাতরম্ – ইংরেজ বিরোধী আন্দোলনের উদ্দীপক
-
ইংরেজি অনুবাদ:
-
The Abbey of Bliss (নরেশচন্দ্র সেনগুপ্ত, ১৯০৭)
-
Ananda Math (শ্রী অরবিন্দ, ১৯১০)
-
-
প্রভাব: ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের প্রিয় স্লোগান হিসেবে ব্যবহৃত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
রাজসিংহ
-
পটভূমি: রাজস্থানের চঞ্চলকুমারীর মোগল সম্রাট আওরঙ্গজেবের বিয়ে সংক্রান্ত বিরোধ
-
মূল বিষয়: রানা রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী অধিগ্রহণ
-
-
দুর্গেশনন্দিনী
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
-
পটভূমি: ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানের সংঘর্ষ
-
ধরণ: ঐতিহাসিক উপন্যাস নয়
-
-
বিষবৃক্ষ (১৮৭৩)
-
সামাজিক উপন্যাস
-
বিষয়বস্তু: বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago