‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’-পদটির রচয়িতা কে?
A
ভুসুকুপা
B
ঢেণ্ডণপা
C
সরহপা
D
কঙ্কণপা
উত্তরের বিবরণ
চর্যাপদ – ঢেণ্ডণপা
পদ:
‘টালত মোর ঘর নাহি পড়ambresী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।’
-
চর্যাপদ ৩৩ নং পদ।
-
রচয়িতা: ঢেণ্ডণপা
অর্থ:
লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।
এ পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
ঢেণ্ডণপা সম্পর্কে:
-
নবম শতকের কবি।
-
পেশায় তাঁতি ছিলেন।
-
চর্যাপদে তাঁর রচিত পদসংখ্যা: ১টি (৩৩ নং পদ)।
চর্যাপদে উল্লেখিত প্রবাদবাক্য ৬টি:
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)
0
Updated: 1 month ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 2 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
‘পদ্মাবতী’ কাব্যের দ্বিতীয় পর্বে কোন সুলতানের সামরিক অভিযানের বিবরণ রয়েছে?
Created: 3 months ago
A
আলাউদ্দিন খিলজি
B
আলাউদ্দিন হুসেন শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
ইলিয়াস শাহ
পদ্মাবতী’ কাব্য
‘পদ্মাবতী’ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য এবং কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টি। এটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল ১৬৫১ সালে আরাকানের রাজা সাদ থদোমিন্তার রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে এই কাব্য রচনা করেন।
কাব্যটি দুইটি পর্বে বিভক্ত—
-
প্রথম পর্ব — সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের উদ্দেশ্যে চিতোররাজ রত্নসেনের সফল অভিযান।
-
দ্বিতীয় পর্ব — রানি পদ্মাবতীকে অর্জনের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযান।
0
Updated: 3 months ago
‘তারাবাঈ' নাটকটির লেখক কে?
Created: 1 month ago
A
ইসমাইল হোসেন সিরাজী
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
আবদুল্লাহ আল মামুন
D
মামুনুর রশিদ
দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল. রায়)
-
জন্ম: ১৯ জুলাই ১৮৬৩, নদীয়া জেলা, কৃষ্ণনগর
-
মৃত্যু: ১৭ মে ১৯১৩, কলকাতা
-
পেশা: কবি, নাট্যকার, সুরকার, গীতিকার
-
পরিবার: অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলালও সাহিত্যিক
সাহিত্যিক কার্যক্রম:
-
ছাত্রজীবনে: আর্য্যগাথা
-
বিলেতে: Lyrics of Ind
-
১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন কেন্দ্রিক গণজাগরণমূলক গান রচনা
ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়
সামাজিক নাটক:
-
পরপারে
-
বঙ্গনারী
নোট: তারাবাঈ উপন্যাস লিখেছেন ইসমাইল হোসেন সিরাজী।
0
Updated: 1 month ago