কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
উত্তরের বিবরণ
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'অমল' - চরিত্রটির স্রষ্টা কে?
Created: 1 month ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক ও সাংকেতিক নাটক, যা প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র হলো ঘরের মধ্যে বন্দি এক রুগ্ণ বালক অমল। এর মূল বিষয়বস্তু মানবমনের অসীম ও সুদূরের প্রতি আকর্ষণ, উৎকণ্ঠা ও তৃষ্ণা—অর্থাৎ মানবাত্মা ও বিশ্বাত্মার গভীর সম্পর্ক।
নাটকের প্রধান চরিত্রসমূহ হলো—
-
অমল
-
মাধব দত্ত (অমলের পিতা)
-
সুধা (মালির মেয়ে)
-
ঠাকুরদাদা
-
দইওয়ালা
-
প্রহরী
-
কবিরাজ
-
রাজ
উৎস:
0
Updated: 1 month ago
'কুমুদিনী' - কোন উপন্যাসের নায়িকা?
Created: 1 month ago
A
শেষের কবিতা
B
নৌকাডুবি
C
গোরা
D
যোগাযোগ
‘যোগাযোগ’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা প্রথম ‘তিন পুরুষ’ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নামকরণ করা হয় ‘যোগাযোগ’। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ। শেষ পর্যন্ত কুমুদিনী স্বামীর কাছে দ্বিধান্বিতভাবে সমর্পিত হলেও, তার মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস—
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন কোথায়?
Created: 1 month ago
A
বাগেরহাট
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
বাংলা সাহিত্যিক প্রমথ চৌধুরী ছিলেন গবেষক, সাহিত্যিক ও নবীন ধারার প্রবর্তক।
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮, যশোর।
-
গবেষণা: বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
প্রকাশনা: 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত।
-
নবীন প্রবর্তনা: বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
প্রমথ চৌধুরীর প্রবন্ধসমূহ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
প্রমথ চৌধুরীর গল্পগন্থসমূহ:
-
চার-ইয়ারী কথা
-
নীললোহিত
-
ঘোষালে ত্রিকথা
0
Updated: 1 month ago