ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯২১ সালে
B
১৯২৬ সালে
C
১৯২৭ সালে
D
১৯২৯ সালে
উত্তরের বিবরণ
মুসলিম সাহিত্য-সমাজ
-
মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
-
সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন,
-
মুসলিম হলের ছাত্র এ.এফ.এম. আবদুল হক,
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির।
তারা ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।
-
-
নেপথ্যে দায়িত্ব পালন করতেন:
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ,
-
যুক্তিবিদ্যা অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
-
বার্ষিক মুখপত্র শিখা:
-
প্রথম প্রকাশিত: ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে
-
মোট সংখ্যা: ৫টি
-
সম্পাদকগণ:
-
প্রথম সংখ্যা – আবুল হুসেন
-
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা – মোহাম্মদ আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা – আবুল ফজল
-
-
মুখবাণী: “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”
প্রধান লেখকরা:
-
আবুল হুসেন
-
মোতাহের হোসেন চৌধুরী
-
কাজী আবদুল ওদুদ
-
আবদুল কাদির
-
আবুল ফজল
-
আনোয়ারুল কাদির

0
Updated: 7 hours ago
বৈষ্ণব পদাবলির আদি নিদর্শন 'গীতগোবিন্দম্' কাব্যটি কার রচনা?
Created: 3 weeks ago
A
জয়দেব
B
বিদ্যাপতি
C
চণ্ডীদাস
D
মুকুন্দরাম চক্রবর্তী
‘গীতগোবিন্দম্’ কাব্য
-
রচয়িতা: জয়দেব
-
ধরণ: সংস্কৃত গীতিকাব্য, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন
-
মূল বিষয়: রাধা–কৃষ্ণের প্রেমলীলা, যা জীবাত্মা–পরমাত্মার সম্পর্ক এবং নর–নারীর চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
গঠন: ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে রচিত।
-
সর্গের নামকরণ: বর্ণিত বিষয় অনুযায়ী ১২টি ভিন্ন নাম দেওয়া হয়েছে।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
রাগমূলক গীতসমূহ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ।
-
চরণশেষে অন্তমিল ব্যবহার করা হয়েছে, যা সংস্কৃত সাহিত্যে বিরল।
-
-
প্রভাব: পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব রয়েছে।
-
গুরুত্ব: বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের কাছে গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 7 hours ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
ফারসি
ধুতি
-
উৎপত্তি: হিন্দি শব্দ।
-
অর্থ:
১. পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২. উৎকোচ; ভেট

0
Updated: 7 hours ago
'সব্যসাচী' ছদ্মনাম ব্যবহার করতেন কোন প্রাবন্ধিক?
Created: 2 days ago
A
বুদ্ধদেব বসু
B
সুভাষ মুখোপাধ্যায়
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
মোহিতলাল মজুমদার
-
জন্ম: ১৮৮৮ সালের ২৬ অক্টোবর, নদীয়ার কাঁচড়াপাড়া গ্রাম; পৈতৃক নিবাস: হুগলির বলাগড়
-
পেশা: কবি, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক; অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
-
সমালোচনামূলক প্রবন্ধে ব্যবহৃত ছদ্মনাম: ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’
-
মৃত্যু: ২৬ জুলাই ১৯৫২
অন্য সাহিত্যিক ও তাদের ছদ্মনাম:
-
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪): বাংলা সাহিত্যের প্রভাবশালী ও বহুমুখী লেখক, “সব্যসাচী” উপাধিতে পরিচিত; তবে এটি তাঁর ছদ্মনাম নয়
-
সুভাষ মুখোপাধ্যায়: ছদ্মনাম সুবচনী
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: ছদ্মনাম সুনন্দ

0
Updated: 2 days ago