ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯২১ সালে
B
১৯২৬ সালে
C
১৯২৭ সালে
D
১৯২৯ সালে
উত্তরের বিবরণ
মুসলিম সাহিত্য-সমাজ
-
মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
-
সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন,
-
মুসলিম হলের ছাত্র এ.এফ.এম. আবদুল হক,
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির।
তারা ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।
-
-
নেপথ্যে দায়িত্ব পালন করতেন:
-
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ,
-
যুক্তিবিদ্যা অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
-
বার্ষিক মুখপত্র শিখা:
-
প্রথম প্রকাশিত: ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে
-
মোট সংখ্যা: ৫টি
-
সম্পাদকগণ:
-
প্রথম সংখ্যা – আবুল হুসেন
-
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা – মোহাম্মদ আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা – আবুল ফজল
-
-
মুখবাণী: “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”
প্রধান লেখকরা:
-
আবুল হুসেন
-
মোতাহের হোসেন চৌধুরী
-
কাজী আবদুল ওদুদ
-
আবদুল কাদির
-
আবুল ফজল
-
আনোয়ারুল কাদির
0
Updated: 1 month ago
কোনটি হাতির ডাক?
Created: 3 weeks ago
A
হ্রেষা
B
বৃংহিত
C
কুঞ্চন
D
কুঞ্চন
0
Updated: 3 weeks ago
'Translate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
পারিভাষিক
B
দোভাষী
C
অনুবাদক
D
অনুবাদ করা
কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা
| ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
|---|---|
| Translate | অনুবাদ করা |
| Technical | পারিভাষিক |
| Interpreter | দোভাষী |
| Translator | অনুবাদক |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান
0
Updated: 2 months ago
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
Created: 2 months ago
A
ওই্
B
অঐ
C
এই্
D
উই্
দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা:
যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়, তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয়। -
উদাহরণ – কৈ:
-
‘কৈ’ শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে [ওই্] তৈরি হয়েছে।
-
-
দ্বিস্বরধ্বনির আরও উদাহরণ:
| দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
|---|---|
| [আই্] | তাই, নাই |
| [এই্] | সেই, নেই |
| [আও্] | যাও, দাও |
| [আএ্] | খায়, যায় |
| [উই্] | দুই, রুই |
| [অএ্] | নয়, হয় |
| [ওউ্] | মৌ, বউ |
| [ওই্] | কৈ, দই |
| [এউ্] | কেউ, ঘেউ |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago