শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
A
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
B
তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন।
C
আমার আর বাঁচিবার স্বাদ নাই।
D
তাকে স্নেহাশিস দিও।
উত্তরের বিবরণ
বাক্য "তাকে স্নেহাশিস দিও।" শুদ্ধ।
অন্যদিকে শুদ্ধ ও অশুদ্ধ উদাহরণসমূহ:
-
অশুদ্ধ: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। -
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। -
অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।

0
Updated: 7 hours ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য-
Created: 20 hours ago
A
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
B
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
C
সবিনয় পূর্বক নিবেদন করি।
D
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। -
অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি। -
অশুদ্ধ: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
(উৎস:

0
Updated: 20 hours ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
আমি সন্তোষ হলাম
B
আমি সন্তুষ্ট হলাম
C
আমি সন্তোষ্ট হইলাম
D
আমি সন্তূষ্ট হলাম
'আমি সন্তুষ্ট হলাম' বাক্যটি শুদ্ধ। আমি সন্তোষ হলাম, আমি সন্তোষ্ট হইলাম বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 3 weeks ago