মনসামঙ্গল কাব্যের ষোল শতকের কবি কে?
A
কানাহরি দত্ত
B
বিজয় গুপ্ত
C
বিপ্রদাস পিপিলাই
D
নারায়ণ দেব
উত্তরের বিবরণ
মনসামঙ্গল কাব্য হলো সাপের দেবী মনসা সম্পর্কিত স্তব, স্তুতি ও কাহিনি নিয়ে রচিত একটি প্রাচীন কাব্য।
-
মনসামঙ্গলের আদি কবি ছিলেন কানা হরিদত্ত।
-
মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
-
কাব্যের অন্যান্য রচয়িতারা ছিলেন: কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ।
-
পনের শতকে মূলত কানা হরিদত্ত, বিজয় গুপ্ত ও বিপ্রদাস পিপিলাই কাব্য রচনা করেন।
-
ষোল শতকে নারায়ণ দেব কাব্য সম্পাদনা ও সম্প্রসারণ করেন।
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ:
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা

0
Updated: 7 hours ago