শুদ্ধ বানান কোনটি?
A
অভিষেক
B
কল্যাণীয়েসু
C
শ্রদ্ধাভাজনেসু
D
প্রত্যূষ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি ও আধুনিক বাংলা অভিধানের অনুসারে, অভিষেক বানানটি সঠিক।
• অন্যান্য শব্দের শুদ্ধ ও অশুদ্ধ রূপসমূহ:
-
অশুদ্ধ: কল্যাণীয়েসু | শুদ্ধ: কল্যাণীয়েষু
-
অশুদ্ধ: শ্রদ্ধাভাজনেসু | শুদ্ধ: শ্রদ্ধাভাজনেষু
-
অশুদ্ধ: প্রত্যূষ | শুদ্ধ: প্রত্যুষ

0
Updated: 7 hours ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 months ago
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

0
Updated: 1 month ago