'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
A
সমাস
B
সন্ধি
C
প্রত্যয়
D
উপসর্গ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,
• নবান্ন (বিশেষ্য পদ),
অর্থ:
- নতুন অন্ন।
- দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
• নবান্ন = নব যে অন্ন; কর্মধারয় সমাসের উদাহরণ।
অন্যদিকে
• নবান্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নব + অন্ন = নবান্ন।
- নবান্ন হলো স্বরসন্ধির উদাহরণ।
উল্লেখ্য,
• মনে রাখা প্রয়ােজন যে, সন্ধির সাহায্যে শব্দ গঠনের প্রচলিত ধারণা যথাযথ নয়। সন্ধি মূলত একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা শব্দস্তরে প্রযুক্ত হয়। তবে সন্ধির মাধ্যনে নতুন শব্দ গঠন হয় না।
[ সুতরাং ‘নবান্ন’ শব্দের গঠন অনুসারে, সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হবে সমাস।]

0
Updated: 1 month ago
”মেনিমুখো” কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 1 month ago
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
বহুব্রীহি
B
কর্মধারয়
C
সুপসুপা
D
অব্যয়ীভাব
অব্যয়ীভাব সমাস
যখন কোনো অব্যয় পদ একটি শব্দের পূর্বে যুক্ত হয়ে সমাস তৈরি করে এবং সেই অব্যয়টির অর্থই মূল বক্তব্য প্রকাশ করে, তখন তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এ ধরণের সমাসে অব্যয়ের সাহায্যে ব্যাসবাক্য গঠিত হয়, তবে ব্যাসবাক্যে অব্যয়টির নাম বা প্রকৃতি আলাদাভাবে উল্লেখ করা হয় না।
অন্যদিকে, উপসর্গও এক ধরনের অব্যয় হিসেবে বিবেচিত হয়, তাই উপসর্গযুক্ত শব্দগুলোও অব্যয়ীভাব সমাসের অন্তর্গত।
অব্যয়ীভাব সমাসের কিছু উদাহরণ
-
শ্রীর অভাব → বিশ্রী
-
মরণের শেষ পর্যন্ত → আমরণ
-
দানের প্রতিক্রিয়া → প্রতিদান
-
জেলার মতো → উপজেলা
-
বিঘ্নের অনুপস্থিতি → নির্বিঘ্ন
-
সামান্য নত → আনত
-
ভিন্ন মত → মতান্তর
-
আমিষের অনুপস্থিতি → নিরামিষ
-
একটি নির্দিষ্ট লোক → লোকটি
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Created: 2 weeks ago
A
পরপদ
B
অন্য পদ
C
উভয় পদ
D
উভয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস।

0
Updated: 2 weeks ago