'বনফুল' কার ছদ্মনাম?
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 3 months ago
কোন লেখক 'সাহিত্য সম্রাট' নামে খ্যাত?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
বিহারীলাল চক্রবর্তী
D
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
-
আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ যুগের শ্রেষ্ঠ লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
-
তিনি বাংলা গদ্যকে সর্বপ্রকার ভাব প্রকাশের উপযোগী করে তোলেন।
-
বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য ও বাঙালি জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছেন।
-
তাঁর অসাধারণ প্রতিভার ফলে পন্ডিতি ও আলালি-হুতোমি রীতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে তিনি সরল ও সরস গদ্যের সৃষ্টি করেন।
-
“বঙ্গদর্শন” (১৮৭২) নামক সাহিত্য-বিষয়ক মাসিক পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যের ইতিহাসে এক নবযুগের সূচনা করেন।
-
সাহিত্য-সমালোচনা, ঐতিহাসিক গবেষণা, ধর্ম ও দার্শনিক আলোচনা, রাজনৈতিক ও বৈজ্ঞানিক সাহিত্য, ব্যঙ্গ-সাহিত্য—সবই তিনি প্রবর্তন করেন।
-
তাঁর প্রতিভার কারণে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে, তাঁরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলা সাহিত্যে আধিপত্য বজায় রাখেন।
-
বাংলায় তুলনামূলক সাহিত্য সমালোচনার পথিকৃৎও তিনিই।
-
প্রধানত তিনি ঔপন্যাসিক হিসেবে পরিচিত, এজন্য তিনি ‘সাহিত্য সম্রাট’ উপাধিতে ভূষিত হন।
-
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলো—দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, আনন্দমঠ ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Created: 3 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'কাব্যভূষণ' কোন কবির উপাধি?
Created: 2 months ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
ভারতচন্দ্র
C
বিদ্যাপতি
D
কায়কোবাদ
কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ
-
উপাধি: কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
অন্য কবিদের উপাধি:
-
মধ্যযুগের কবি বিদ্যাপতি – ‘কবিকন্ঠহার’
-
ভারতেন্দ্র – ‘রায়গুণাকর’
-
মুকুন্দরাম চক্রবর্তী – ‘কবিকঙ্কন’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago