A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
উত্তরের বিবরণ
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
The correct sentence of the followings-
Created: 1 month ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of the word 'stanch'?
Created: 2 months ago
A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 day ago
A
Everybody have gone there.
B
Everybody are gone there.
C
Everybody has gone there.
D
Everybody has went there.
সঠিক বাক্য: Everybody has gone there.
🔹 "Everybody" একটি singular (একবচন) subject।
🔹 যেমন: Everybody, Nobody, Anybody — এগুলো একবচন হিসেবে ধরা হয়।
🔹 তাই এসব subject থাকলে verb-ও singular হবে।
🔹 এখানে "has" হলো singular verb, যা "everybody" এর সাথে ব্যবহার করা ঠিক।
🔹 বাক্যটি Present Perfect Tense-এ করা হয়েছে।
🔹 এই Tense-এ has/have + verb-এর past participle form হয়।
🔹 তাই go-এর past participle হলো "gone" — সেটা ব্যবহার হয়েছে।
🔹 সবশেষে, Subject-Verb Agreement অনুযায়ী "has gone" একবচন subject "everybody"-এর সাথে মিল রেখেছে।

0
Updated: 1 day ago