রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
A
১৮৪১ সালে
B
১৮৬১ সালে
C
১৯৬১ সালে
D
১৯৪১ সালে
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রতিভাধর শিল্পী এবং বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক হিসেবে পরিচিত।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘কবি-কাহিনী’ (প্রকাশ: ১৮৭৮)।
-
কবিতা লেখা শুরু করেন আট বছর বয়সে।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার।
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা।
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিনী।
-
মৃত্যুকাল: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 2 months ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 2 months ago
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান নিম্নবর্ণিত কোন কাব্যগ্রন্থের জন্য?
Created: 4 days ago
A
অগ্নিবীণা
B
পথের পাঁচালি
C
সোনার তরী
D
গীতাঞ্জলি
রবীন্দ্রনাথ ঠাকুরের Song Offerings (সং অফারিংস) কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। এতে তাঁর বিখ্যাত গীতাঞ্জলি-সহ সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেন। এই কাব্যগ্রন্থের জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Song Offerings হলো গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, যেখানে মোট ১০৩টি কবিতা সংকলিত আছে।
-
এই গ্রন্থে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক ভাবনা, ঈশ্বরের প্রতি ভক্তি ও মানবপ্রেম প্রকাশ পেয়েছে।
-
নোবেল পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে রবীন্দ্রনাথ প্রথম এশীয় সাহিত্যিক হিসেবে বিশ্বসাহিত্যে স্বীকৃতি অর্জন করেন।
-
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিল ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, লন্ডন থেকে।
-
নোবেল পুরস্কারের অর্থমূল্য তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা ও উন্নয়নে ব্যবহার করেছিলেন।
0
Updated: 4 days ago
”টুনি” কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
দেবী চৌধুরাণী
B
শেষের কবিতা
C
আনন্দমঠ
D
হাজার বছর ধরে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান উপন্যাসসমূহ
-
গোরা – সমাজ ও জাতীয়তাবাদ, ধর্মীয় চেতনা
-
ঘরে বাইরে – সামাজিক সীমাবদ্ধতা, নারীর অবস্থান
-
নষ্টনীড় – পারিবারিক ও সামাজিক মনস্তত্ত্ব
-
চোখের বালি – পরিবার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা
-
শেষের কবিতা – প্রগাঢ় নৈতিক ও দার্শনিক বিষয়
-
দেবদাসী – মানবীয় সম্পর্ক ও সামাজিক সংঘাত
-
রাজর্ষি – সমাজ ও নৈতিকতার দ্বন্দ্ব
0
Updated: 2 months ago