What is the overarching tone of the poem?
A
Angry and resentful
B
Humorous and lighthearted
C
Reverent, contemplative, and philosophical
D
Sarcastic and cynical
উত্তরের বিবরণ
একটি কবিতার tone বলতে বোঝায় বক্তার subject-এর প্রতি দৃষ্টিভঙ্গি বা attitude। John Keats-এর "Ode on a Grecian Urn" কবিতায় speaker-এর tone অনেক জটিল এবং বহুস্তরীয় হলেও মূলত তিনটি শব্দ দিয়ে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়:
-
Reverent: এখানে speaker urn-কে এক ধরনের awe এবং গভীর সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন। তিনি elevated language ব্যবহার করেছেন যেমন "still unravish'd bride of quietness," "foster-child of silence and slow time," এবং "Sylvan historian"। এই শব্দগুলো reverence-এর ভাষা, যেখানে urn-কে sacred এবং mysterious object হিসেবে দেখা হচ্ছে।
-
Contemplative: পুরো কবিতাটিই একটি গভীর meditation বা চিন্তামগ্ন প্রতিফলন। Speaker কেবল urn-এর দিকে তাকাচ্ছেন না, বরং এর চিত্রগুলো থেকে time, art, এবং human experience নিয়ে ভাবছেন। প্রথম স্তবকে যেসব ধারাবাহিক প্রশ্ন তিনি করেছেন, তা তার contemplative mood-এর স্পষ্ট নিদর্শন।
-
Philosophical: কবিতাটি ordinary observation ছাড়িয়ে profound এবং abstract প্রশ্ন নিয়ে আলোচনা করে। এখানে art এবং life, permanence এবং transience, beauty এবং truth-এর সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে। বিখ্যাত শেষ লাইনগুলো "'Beauty is truth, truth beauty'" সরাসরি একটি philosophical statement, যা speaker-এর চিন্তার চূড়ান্ত প্রকাশ।
অন্য tone-গুলোর (যেমন angry, humorous, sarcastic) অপশন সঠিক নয়, কারণ speaker urn-এর সঙ্গে সর্বদা serious, sincere এবং deeply thoughtful ভঙ্গিতে যুক্ত হয়েছেন।

0
Updated: 7 hours ago
Why does Keats call the urn “foster-child of silence and slow time”?
Created: 4 weeks ago
A
Because it was made by gods
B
Because art outlives human life and history
C
Because it is forgotten in temples
D
Because it belongs to the night
কিটস আর্নকে “foster-child of silence and slow time” বলেন কারণ এটি যুগের পর যুগ টিকে থাকে। মানুষ মরে যায়, সভ্যতা বদলে যায়, কিন্তু শিল্প নীরবভাবে সময়ের সীমানা অতিক্রম করে অমর থেকে যায়।

0
Updated: 4 weeks ago
Endymion is written by -
Created: 3 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 3 weeks ago
In the poem, Keats calls Psyche—
Created: 4 weeks ago
A
“The queen of night”
B
“The latest-born and loveliest vision”
C
“The child of Apollo”
D
“The immortal bird”
কবিতার শুরুতেই কিটস সাইকিকে “latest-born and loveliest vision” বলে বর্ণনা করেন। এর মাধ্যমে তিনি বোঝান যে সাইকি ছিল গ্রিক পুরাণের শেষদিকের দেবী এবং সবচেয়ে সুন্দর। কিটস তাঁকে স্বপ্নের মতো মাধুর্যময় রূপে কল্পনা করেছেন।

0
Updated: 4 weeks ago