Complete the opening line: "No, no, go not to ___..."
A
sleep
B
war
C
Lethe
D
Proserpine
উত্তরের বিবরণ
John Keats এর "Ode on Melancholy" কবিতার opening line হলো “No, no, go not to Lethe…”। এখানে তিনি পাঠককে শুরুতেই একটি সতর্কবার্তা দেন, আর এর পেছনে রয়েছে গ্রিক পুরাণের ধারণা।
-
Lethe হলো Greek mythology তে underworld এর একটি river, যাকে বলা হয় river of forgetfulness, যেখানে আত্মারা সবকিছু ভুলে যায়।
-
কবি শুরুতেই বলেন, “go not to Lethe”, অর্থাৎ দুঃখ ভুলে যেতে বা oblivion খুঁজতে যেও না।
-
Keats বোঝাতে চেয়েছেন, sorrow কে numb করে দেওয়া উচিত নয়, কারণ দুঃখকে উপেক্ষা করলে জীবনের আসল গভীরতা ধরা যায় না।
-
কবিতার central idea হলো এক ধরনের paradox: মানুষকে তার melancholy (sadness) পুরোপুরি অনুভব করতে হবে, কারণ এই দুঃখের ভেতর দিয়েই বোঝা যায় beauty এবং joy এর প্রকৃত মূল্য।
0
Updated: 1 month ago
The use of "Lethe" and "Proserpine" are examples of:
Created: 1 month ago
A
Metaphor
B
Allusion to classical mythology
C
Personification
D
Paradox
An allusion হলো এমন এক ধরণের literary device যেখানে লেখক খুব সংক্ষেপে এবং পরোক্ষভাবে কোন ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণাকে উল্লেখ করেন যা historical, cultural, literary বা political significance বহন করে।
-
Lethe: গ্রিক পুরাণে Lethe হলো river of forgetfulness যেটি underworld (Hades)-এ অবস্থিত। বিশ্বাস করা হয় মৃত আত্মারা এই নদী থেকে জল পান করলে তারা তাদের past life ভুলে যেত। Keats যখন Lethe-এর উল্লেখ করেন, তখন তিনি সরাসরি oblivion from pain বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন।
-
Proserpine: Proserpine হলো রোমান পুরাণের দেবী, যিনি মূলত গ্রিক দেবী Persephone-এর সমতুল্য। তিনি underworld-এর রানি এবং তার সঙ্গে winter, darkness এবং death সম্পর্কিত।
-
এই নামগুলো ব্যবহার করে Keats মূলত classical mythology-এর rich এবং complex দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করেন। এর মাধ্যমে তিনি খুব দ্রুত এবং শক্তিশালীভাবে death, forgetfulness এবং sorrow-এর বিষয়টি তুলে ধরেন।
তবে একই সঙ্গে তিনি পাঠককে শিখিয়ে দেন melancholy-র জন্য এগুলো কোনো সমাধান নয়, বরং এগুলোকে reject করতে হবে।
0
Updated: 1 month ago
How does Keats contrast human suffering with the nightingale’s song in Ode to a Nightingale?
Created: 1 month ago
A
Human life is joyful, whereas the bird’s song is melancholic
B
Both human life and a bird’s song are equally sorrowful
C
Human life controls the bird’s song
D
Human life is fleeting and painful, while the bird’s song is timeless and joyous
কবিতায় Keats মানুষের জীবনের অস্থায়ী দুঃখ এবং পাখির চিরকালীন আনন্দের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুভয় ও দুঃখে ভরা। অন্যদিকে নিশাচর পাখির গান নিরবচ্ছিন্ন, আনন্দময় এবং সময়ের বাইরে।
কবি এই বিপরীততা ব্যবহার করে মানুষের দুঃখকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রকৃতির সৌন্দর্য এবং শিল্পের মাধ্যমে আধ্যাত্মিক প্রাপ্তি দেখিয়েছেন।
1
Updated: 1 month ago
In “Ode on Melancholy,” Keats advises not to seek relief in—
Created: 2 months ago
A
Death and Oblivion
B
Poetry and Art
C
Love and Beauty
D
Nature and Joy
কবি বলেন, দুঃখের সময় মানুষ যেন আত্মহত্যা, বিস্মৃতি বা মৃত্যুতে মুক্তি খোঁজে না। তিনি স্পষ্ট বলেন “No, no, go not to Lethe”। অর্থাৎ লিথি নদীর (ভুলে যাওয়ার প্রতীক) কাছে গিয়ে আত্মসমর্পণ করা যাবে না।
0
Updated: 2 months ago