In the final stanza, the poem states that Melancholy "dwells with" whom?
A
Death and Despair
B
Beauty—Beauty that must die
C
Night and Oblivion
D
The Fates in the underworld
উত্তরের বিবরণ
Keats এর "Ode on Melancholy" কবিতার শেষ স্তবক মূলত তার যুক্তির কেন্দ্রবিন্দু প্রকাশ করে। এখানে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে melancholy (বিষণ্ণতা) সৌন্দর্য, আনন্দ এবং সুখের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
-
কবিতার এই অংশ শুরু হয় লাইন দিয়ে:
"She dwells with Beauty—Beauty that must die;
And Joy, whose hand is ever at his lips
Bidding adieu; and aching Pleasure nigh,
Turning to poison while the bee-mouth sips:" -
এখানে বোঝানো হয়েছে যে সত্যিকারের melancholy কেবল death বা despair এর মতো অন্ধকার বিষয় থেকে আসে না। বরং এটি সবচেয়ে intense human experiences—Beauty, Joy, এবং Pleasure—এর সঙ্গেই জড়িয়ে আছে।
-
এর কারণ হলো, এই perfect moments গুলো fleeting (ক্ষণস্থায়ী)।
-
Beauty অবশ্যম্ভাবীভাবে fade হয়ে যায়।
-
Joy সবসময় চলে যাওয়ার মুহূর্তে থাকে।
-
Pleasure উপভোগ করার মাঝেই poison এ রূপ নিতে পারে।
-
-
তাই Melancholy dwells within Beauty itself, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী এই উপলব্ধিই মানুষের মধ্যে গভীর বিষণ্ণতার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
Which image shows abundance in the first stanza in “To Autumn?
Created: 2 months ago
A
Bees buzzing around flowers
B
Crows flying in the sky
C
Thunderstorm in the valley
D
A shepherd with his sheep
কিটস মৌমাছির গুঞ্জনকে শরতের প্রাচুর্যের চিহ্ন করেছেন। ফুলে ফুলে মধু ভরে ওঠে, মৌমাছিরা মনে করে “summer has o’er-brimm’d their clammy cells।” এভাবে প্রকৃতির ভরপুর অবস্থাকে কবি জীবন্ত করে তোলেন।
1
Updated: 2 months ago
"Adonais" is —
Created: 1 month ago
A
An elegy written by P.B. Shelley in memory of John Keats
B
A sonnet written by John Keats in memory of Lord Byron
C
A pastoral poem by William Wordsworth on nature
D
An elegy written by John Keats in memory of P.B. Shelley
Adonais হলো P.B. Shelley রচিত একটি pastoral elegy, যা তিনি তার বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশের জন্য রচনা করেছিলেন। কবিতায় মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের চিত্রায়ন করা হয়েছে এবং প্রাকৃতিক উপাদান ও দেবতাদের মাধ্যমে Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। গ্রিক পুরাণ অনুসারে, Adonais একজন তরুণ বীরের নাম এবং কবিতাটি John Milton-এর Lycidas কবিতার সঙ্গে তুলনা করা হয়।
-
লেখক: Percy Bysshe Shelley (P.B. Shelley)
-
ধরণ: Pastoral Elegy
-
প্রসঙ্গ: John Keats-এর মৃত্যু, শোক এবং প্রাকৃতিক পরিবেশ
P.B. Shelley-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci
-
The Cloud
-
The Masque of Anarchy
0
Updated: 1 month ago
Who composed the ode "To Autumn"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
S. T. Coleridge
C
P. B. Shelley
D
John Keats
“To Autumn” কবিতার রচয়িতা John Keats, একজন প্রখ্যাত English Romantic lyric poet। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং Keats-এর জীবনের শেষ গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। এটি শরৎকালের সৌন্দর্য, গ্রীষ্মের বিদায় এবং জীবনের নশ্বরতা নিয়ে রচিত। কবিতাটি তিনটি 11-line stanzas নিয়ে গঠিত এবং Autumnকে উর্বরতা ও পরিপক্কতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
-
কবিতার নাম: To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: ১৮২০
-
ধরণ: Romantic lyric poem
-
কাঠামো: তিনটি ১১-লাইনের স্তবক
-
বিষয়বস্তু: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা এবং Autumn-এর উর্বরতা ও পরিপক্কতা
-
-
John Keats (1795-1821)
-
English Romantic lyric poet
-
লিখেছেন প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে
-
মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ, তবে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত
-
সাহিত্যকর্ম: sonnets, odes, epics ইত্যাদি
-
কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার
-
-
John Keats-এর খ্যাতি ও শিরোনাম:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
-
The Youngest Poet of English Literature
-
-
প্রখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
Ode to a Nightingale
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Isabella
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
0
Updated: 1 month ago