কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
A
পাকা বাড়ি
B
পাকা রং
C
পাকা কাজ
D
পাকা আম
উত্তরের বিবরণ
• পাকা আম।- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে,
• পাকা রং।- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা কাজ।- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা বাড়ি।- এখানে 'পাকা' শব্দটি 'ইটের তৈরি' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
0
Updated: 3 months ago
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!'- এই বাক্যের 'কী'-এর অর্থ-
Created: 3 months ago
A
ভয়
B
রাগ
C
বিরক্তি
D
বিপদ
একই অব্যয় শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
যেমন:
‘লোকটা কী যে পিছু ছাড়ে না, একেবারে বিপদে ফেলেছে!’ — এই বাক্যে ‘কী’ অব্যয়টি স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করছে।
আবার,
‘এই ভিক্ষুকটা কী যে লেগেই আছে, এক মুহূর্ত শান্তি নেই!’ — এখানেও ‘কী’ শব্দটি বিরক্তির অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ, ২০১৯ সংস্করণ।
0
Updated: 3 months ago
৯) 'Security' এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
আমানত
B
জামানত
C
বন্ধক
D
ইজারা
আর্থিক ও আইনগত পরিভাষা
| ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
|---|---|
| Security | জামানত |
| Mortgage | বন্ধক |
| Deposit | আমানত |
| Lease | ইজারা |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
0
Updated: 2 months ago
'অনুক্ত' - বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
যা বলার যোগ্য নয়
B
যা বলা হয়নি
C
যা পূর্বে শোনা যায়নি
D
যা প্রকাশ করা হয়নি
‘যা বলা হয়নি’ এর এক কথায় প্রকাশ: অনুক্ত
যা প্রকাশ করা হয়নি: অব্যক্ত
যা পূর্বে শোনা যায়নি: অশ্রুতপূর্ব
যা বলার যোগ্য নয়: অকথ্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago