‘ঠাকুর’ শব্দের লিঙ্গান্তর কোনটি?
A
ঠাকুরাইন
B
ঠাকুরানি
C
ঠাকুরণী
D
ঠাকুরণি
উত্তরের বিবরণ
পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। লিঙ্গ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে। যেমন: ১. পুরুষবাচক শব্দের শেষে –আ (1), —ঈ (ী), -নী, –আনি, –ইনি ইত্যাদি স্ত্রীপ্রত্যয় জুড়ে পুংলিঙ্গ শব্দকে ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন: ঠাকুর – ঠাকুরানী।

0
Updated: 8 hours ago
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Created: 21 hours ago
A
গান করা
B
পেয়ে বসা
C
গরম করা
D
উদয় হওয়া
‘পেয়ে বসা’ হলো একটি যৌগিক ক্রিয়ার উদাহরণ।
যৌগিক ক্রিয়া হলো এমন ক্রিয়া, যেখানে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি নতুন ক্রিয়া গঠন করে।
উদাহরণ—
-
এগিয়ে চলা
-
মরে যাওয়া
-
কমে আসা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
সংযোগ ক্রিয়া হলো সেই ক্রিয়া, যা বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে নির্দিষ্ট ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হয়।
উদাহরণ—
-
গরম করা
-
গান করা
-
উদয় হওয়া
-
ঠনঠন করা
(উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 20 hours ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
-
এটি একটি বিশেষণ পদ।
-
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
-
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।
(উৎস:

0
Updated: 20 hours ago
চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
Created: 4 weeks ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
অব্যয়
D
উপসর্গ
চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।

0
Updated: 4 weeks ago