কোনটি চাঁদের সমার্থক শব্দ?
A
হিমাংশু
B
সবিতা
C
চিকুর
D
শৈল
উত্তরের বিবরণ
চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ। আপরদিকে, সবিতা- সূর্য। চিকুর- কেশ, চুল। শৈল- পর্বত।
0
Updated: 1 month ago
‘হস্তি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 1 week ago
A
হাত
B
বড়
C
হাতি
D
পশুরাজ
‘হস্তি’ শব্দটি সংস্কৃত উৎসজাত এবং এর অর্থ হাতি। বাংলা ভাষায় এই শব্দের একাধিক সমার্থক রূপ আছে, যা সাহিত্যিক ও অলংকারিক ভাষায় ব্যবহৃত হয়। এসব শব্দ মূলত হাতির আকার, গুণ বা আচরণ অনুযায়ী ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
-
দ্বিরদ শব্দের অর্থ দুই দাঁতযুক্ত প্রাণী, অর্থাৎ হাতি। এটি সংস্কৃত ‘দ্বি’ (দুই) ও ‘রদ’ (দাঁত) থেকে গঠিত।
-
গজ শব্দটি কবিতা ও সাহিত্যে বহুল ব্যবহৃত, যা সাধারণভাবে হাতিকে বোঝায়।
-
দ্বিপ শব্দের অর্থ দুই পা বিশিষ্ট নয়, বরং দুই ‘পা’ বা ‘চরণ’ বিশিষ্ট বিশাল প্রাণী হিসেবে হাতিকে নির্দেশ করে।
-
মাতঙ্গ শব্দটি এমন হাতিকে বোঝায়, যা প্রাপ্তবয়স্ক, শক্তিশালী ও রাজকীয় স্বভাবের।
-
করী শব্দটি এসেছে ‘কর’ (হাত) থেকে, যা শুঁড়ও বোঝায়—অর্থাৎ ‘যার কর আছে’, সেই হাতি।
-
এ ছাড়া সাহিত্যিক ব্যবহারে কুনজর, নাগ, গজরাজ ইত্যাদিও হাতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 week ago
‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
সবিতা
B
তপন
C
আদিত্য
D
বিধু
চাঁদ শব্দের সমার্থক - বিধু, চন্দ্র, সুধাকর, শশী, সোম ইত্যাদি।
0
Updated: 1 month ago
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 2 months ago
A
তামসিক
B
বারুই
C
পান-ব্যবসায়ী
D
পর্ণকার
• ‘তাম্বূলিক’ শব্দের অর্থ পান ব্যবসায়ী।
• এর সমার্থক শব্দ হলো বারুই (যারা পান উৎপাদন ও বিক্রি করেন) এবং পর্ণকার (পান বিক্রেতা)।
• অন্যদিকে, ‘তামসিক’ শব্দের অর্থ ঘন অন্ধকারাচ্ছন্ন, যা ‘তাম্বূলিক’ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago