কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
A
গৃহস্থ
B
ছা-পোষা
C
শতাব্দী
D
প্রগতি
উত্তরের বিবরণ
গৃহস্থ - গৃহে থাকে যে (উপপদ তৎপুরুষ)। ছা-পোষা - ছা পুষেছে যে (উপপদ তৎপুরুষ)। শতাব্দি - শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)। প্রগতি - প্র যে গতি (প্রাদি সমাস)
0
Updated: 1 month ago
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
Created: 3 months ago
A
অব্যয়ীভাব
B
বহুব্রীহি
C
দ্বন্দ্ব
D
কর্মধারয়
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি।
0
Updated: 3 months ago
'লাঠালাঠি'- এটি কোন সমাস?
Created: 3 months ago
A
প্রাদি সমাস
B
ব্যতিহার বহুব্রীহি সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
• ব্যতিহার বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
0
Updated: 3 months ago
'ত্রিফলা' - কোন ধরনের সমাস সাধিত শব্দ?
Created: 1 month ago
A
উপমান কর্মধারয় সমাস
B
দিগু কর্মধারয় সমাস
C
উপমিত কর্মধারয় সমাস
D
রূপক কর্মধারয় সমাস
কর্মধারয় সমাসের বিভিন্ন রূপের মধ্যে দিগু, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি রূপে পূর্বপদ ও উত্তরপদের মধ্যে অর্থগত সম্পর্ক ভিন্ন হয়, ফলে সমাসের ভাবও পরিবর্তিত হয়।
দিগু কর্মধারয় সমাস:
যেসব কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যা নির্দেশ করে, সেগুলোকে দিগু কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
-
তিন ফলের সমাহার = ত্রিফলা
-
চার রাস্তার মিলন = চৌরাস্তা
উপমান কর্মধারয় সমাস:
যার সঙ্গে তুলনা করা হয়, তাকে উপমান বলে। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের যোগে গঠিত সমাসকে উপমান কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
-
কাজলের মতো কালো = কাজলকালো
-
শশের মতো ব্যস্ত = শশব্যস্ত
উপমিত কর্মধারয় সমাস:
যাকে তুলনা করা হয়, তাকে উপমেয় বলে। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয়— একে উপমিত কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
-
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
-
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
রূপক কর্মধারয় সমাস:
যেসব কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ উপমানকে উপমেয়রূপে কল্পনা করা হয়, সেগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
-
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
-
মন রূপ মাঝি = মনমাঝি
0
Updated: 1 month ago