কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
A
গৃহস্থ
B
ছা-পোষা
C
শতাব্দী
D
প্রগতি
উত্তরের বিবরণ
গৃহস্থ - গৃহে থাকে যে (উপপদ তৎপুরুষ)। ছা-পোষা - ছা পুষেছে যে (উপপদ তৎপুরুষ)। শতাব্দি - শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)। প্রগতি - প্র যে গতি (প্রাদি সমাস)

0
Updated: 8 hours ago
সমাস ভাষাকে কী করে?
Created: 2 months ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
অর্থপূর্ণ করে
D
অর্থের রূপান্তর ঘটায়
● সমাস কী?
-
সমাস হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন, ছোট অথচ অর্থপূর্ণ শব্দ তৈরি করা হয়।
-
‘সমাস’ শব্দের মানে হলো সংক্ষেপ বা একত্রে মিলন।
-
সমাসের মূল কাজ হলো ভাষাকে ছোট করে সহজ করা এবং নতুন অর্থ তৈরি করা।
-
সমাস নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, বিশেষ করে শব্দ ও রূপতত্ত্ব অংশে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 2 months ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
Created: 1 day ago
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 1 day ago
পূর্বপদ প্রধান সমাস কোনটি?
Created: 1 month ago
A
দ্বন্ধ
B
অব্যয়ীভাব
C
তৎপুরুষ
D
বহুব্রীহি
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।

0
Updated: 1 month ago