'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
A
সমাস
B
সন্ধি
C
প্রত্যয়
D
উপসর্গ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,
• নবান্ন (বিশেষ্য পদ),
অর্থ:
- নতুন অন্ন।
- দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
• নবান্ন = নব যে অন্ন; কর্মধারয় সমাসের উদাহরণ।
অন্যদিকে
• নবান্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নব + অন্ন = নবান্ন।
- নবান্ন হলো স্বরসন্ধির উদাহরণ।
উল্লেখ্য,
• মনে রাখা প্রয়ােজন যে, সন্ধির সাহায্যে শব্দ গঠনের প্রচলিত ধারণা যথাযথ নয়। সন্ধি মূলত একটি ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া যা শব্দস্তরে প্রযুক্ত হয়। তবে সন্ধির মাধ্যনে নতুন শব্দ গঠন হয় না।
[ সুতরাং ‘নবান্ন’ শব্দের গঠন অনুসারে, সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হবে সমাস।]
0
Updated: 3 months ago
ব্যাসবাক্যের প্রয়োজন হয় না কোন সমাসে?
Created: 3 weeks ago
A
প্রাদি সমাস
B
অলুক সমাস
C
দ্বন্দ্ব সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস এমন এক ধরনের সমাস যেখানে সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয় এবং তাদের দ্বারা আলাদা করে পূর্ণার্থ প্রকাশ করা যায় না। অর্থাৎ, এই সমাসে ব্যাসবাক্য (সমাসবিহীন রূপ) তৈরি করতে গেলে ‘অন্য’ বা ‘কেবল’ প্রভৃতি শব্দ যোগ করতে হয়।
সংজ্ঞা:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাসবাক্য হয় না, বরং অন্য পদের সহায়তায় পূর্ণার্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে।
উদাহরণ:
-
অন্য গ্রাম = গ্রামান্তর
-
অন্য দেশ = দেশান্তর
-
কেবল দর্শন = দর্শনমাত্র
-
কেবল যাওয়া = যাওয়ামাত্র
-
কেবল বলা = বলামাত্র
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
-
সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয়।
-
ব্যাসবাক্য তৈরি করতে গেলে ‘অন্য’, ‘কেবল’ ইত্যাদি শব্দ প্রয়োজন হয়।
-
এ ধরনের শব্দগুচ্ছ অর্থে সংক্ষিপ্ত হলেও ভাবের দিক থেকে সম্পূর্ণ।
0
Updated: 3 weeks ago
‘সিংহপুরুষ’ কোন সমাস?
Created: 1 month ago
A
উপমান কর্মধারয়
B
উপপদ তৎপুরুষ
C
উপমিত কর্মধারয়
D
অব্যয়ীভাব
'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।
0
Updated: 1 month ago
'জলে-স্থলে' কী সমাস?
Created: 2 months ago
A
সমার্থক দ্বন্দ্ব
B
বিপরীতার্থক দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ্ব
D
একশেষ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
যে দ্বন্দ্ব (যুগলবন্দি) সমাসে কোনো সমস্যা-মূলক পদকে আলাদা করা হয় না, অর্থাৎ কোনাে পদকে ভেঙে দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ
0
Updated: 2 months ago