What does Wordsworth call the memories of his earlier visits to nature?
A
“Bliss of solitude”
B
“Faint recollections”
C
“An appetite”
D
“Splendour in the grass”
উত্তরের বিবরণ
Wordsworth-এর I Wandered Lonely as a Cloud কবিতায় তিনি প্রকৃতির সঙ্গে অতীতের সংযোগ ও স্মৃতিকে “bliss of solitude” হিসেবে উল্লেখ করেছেন। কবিতার শেষ স্তবকে দেখা যায় যে, দাফোডিল ফুলের স্মৃতি তাঁর মনে নীরব ও ধ্যানমগ্ন মুহূর্তে উদ্ভূত হয়।
-
কবিতার উদ্ধৃত লাইন:
“For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;” -
এই স্মৃতি Wordsworth-এর জন্য গভীর, শান্ত আনন্দ নিয়ে আসে, যেন তিনি আবারও দাফোডিলের সঙ্গে নাচছেন।
-
“Bliss of solitude” বলতে বোঝানো হয়েছে যে, এই আনন্দ সম্পূর্ণ ব্যক্তিগত ও অন্তর্নিহিত, যা কোনো বহির্মুখী উৎস বা সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে সম্পর্কিত নয়।
-
স্মৃতির এই প্রভাব তাঁর আভ্যন্তরীণ শান্তি ও সুখ বাড়ায়, যা প্রকৃতির সঙ্গে পূর্ববর্তী সংযোগের ফলস্বরূপ।
-
Wordsworth দেখিয়েছেন যে প্রকৃতির সৌন্দর্যের স্মৃতি মানুষের মনকে স্থায়ী সুখ ও নীরব আনন্দ দিতে পারে, যা সময় ও পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও অটুট থাকে।
-
এটি প্রকৃতির সঙ্গে মানুষের আধ্যাত্মিক ও মানসিক সম্পর্কের স্থায়ী শক্তিকেও প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
Why does Wordsworth directly address his sister Dorothy in the poem?
Created: 1 month ago
A
To make the poem more personal and emotional
B
To present her as a contrast to his own age
C
To warn her about the dangers of forgetting nature
D
To suggest that she should live in solitude
কবির বোন ডরোথি কবিতায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি সরাসরি তাকে সম্বোধন করে বলেন যে, ডরোথি এখন সেই অবস্থায় আছে যেটা কবি তার যৌবনে অনুভব করেছিলেন।
এর মাধ্যমে কবিতা একটি পারিবারিক, আবেগপূর্ণ রূপ পায়। ওয়ার্ডসওয়ার্থ চান ডরোথি যেন তার অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয় এবং প্রকৃতিকে একইভাবে গভীরভাবে অনুভব করে।
ডরোথিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কবি দেখিয়েছেন যে, প্রকৃতির অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতে পারে।
4
Updated: 1 month ago
Who is known as ‘the poet of nature’ in English literature?
Created: 3 months ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
a. William Wordsworth- The poet of nature, Lake poet, Poet of Childhood.
b. John Milton- Epic Poet, A great master of verse in the Puritan period, blind poet. c. John Keats- Poet of beauty, poet of sensuousness.
0
Updated: 3 months ago
Which poem contains the famous idea that childhood is a state of divine vision?
Created: 2 months ago
A
Resolution and Independence
B
Tintern Abbey
C
Immortality Ode
D
The Solitary Reaper
Ode: Intimations of Immortality কবিতার মূল থিম হলো শৈশবকে স্বর্গীয় আভায় ভরা এক সময় হিসেবে দেখা। Wordsworth বলেন, শিশুর মধ্যে “heaven lies about us in our infancy”। শৈশব মানুষকে প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক জীবনে এই দৃষ্টি ম্লান হয়ে গেলেও শৈশবের স্মৃতি চিরকালীন।
1
Updated: 2 months ago