What does Wordsworth mean by “The fever of the world”?
A
The intense passion of youth
B
The chaos and troubles of human life
C
The excitement of traveling
D
The fleeting joys of love
উত্তরের বিবরণ
Wordsworth তাঁর কবিতায় “The fever of the world” শব্দগুচ্ছ ব্যবহার করে মানুষের জীবনের হলচল, সমস্যা ও মানসিক অস্থিরতা বোঝাতে চেয়েছেন। এটি বিশেষভাবে আধুনিক, নগরজীবনের উদ্বেগ, ভোগবাদ ও মানসিক চাপকে প্রকাশ করে।
-
“Fever”: সাধারণত জ্বর শরীরে অস্থিরতা ও অসুবিধা সৃষ্টি করে। Wordsworth এই রূপক ব্যবহার করে দেখিয়েছেন যে শহরের জীবন মানুষকে আধ্যাত্মিক ও মানসিকভাবে অসুস্থ করে, ঠিক যেমন জ্বর দেহকে দুর্বল করে।
-
অস্থিরতা ও ভোগবাদ: এই ধারণাকে তিনি “the fretful stir / Unprofitable” (Tintern Abbey) এবং “Getting and spending” (The World Is Too Much with Us) এর সঙ্গে যুক্ত করেছেন। এতে বোঝানো হয়েছে যে, শুধুমাত্র দুনিয়াদারি ও উপভোগের জন্য ব্যস্ত থাকা মানুষের আধ্যাত্মিক শক্তি হ্রাস করে।
-
প্রকৃতিকে নিরাময় হিসাবে দেখা: Wordsworth প্রকৃতিকে এই “fever” এর প্রতিকার হিসেবে উপস্থাপন করেছেন। Tintern Abbey-এর বক্তা দেখেছেন যে Wye Valley-এর শান্ত স্মৃতি তাঁকে শহরের “joyless daylight” এবং মানসিক চাপ থেকে মুক্তি ও প্রশান্তি দেয়।
-
প্রকৃতির এই ভূমিকা দেখায় যে Wordsworth-এর কাছে প্রকৃতি কেবল সৌন্দর্যের উৎস নয়, বরং মানব মন ও আত্মার জন্য সুস্থিরতা ও পুনর্নির্মাণের এক শক্তিশালী উপায়।
-
তাই এই রূপক কবিতায় নগরজীবনের অস্থিরতা ও মানসিক ক্লেশকে চিহ্নিত করে এবং প্রকৃতিকে সেই রোগের নিরাময় হিসেবে তুলে ধরে।

0
Updated: 8 hours ago
In Tintern Abbey, what does Wordsworth call Nature?
Created: 1 month ago
A
The nurse, guide, and guardian of his heart
B
The destroyer of human joy
C
The symbol of political freedom
D
The shadow of lost childhood
Wordsworth প্রকৃতিকে জীবন্ত অভিভাবকের মতো দেখেছেন। তিনি বলেন, প্রকৃতি তাঁকে মানসিক শান্তি, নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শক্তি দিয়েছে। এজন্য তিনি একে nurse, guide, guardian বলেছেন।

0
Updated: 1 month ago
“Heaven lies about us in our infancy” — this line means:
Created: 1 month ago
A
Children live close to divine truth
B
Heaven is far away from children
C
Infancy is a burden
D
Childhood is full of sins
Wordsworth-এর মতে শিশুদের মনে স্বর্গীয় আলো বা ঈশ্বরীয় আভা থাকে। তারা প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে পারে এবং জগতের আধ্যাত্মিক সত্য অনুভব করতে পারে। শৈশবের সেই অভিজ্ঞতা আসলে আমাদের আদি উৎসের স্মৃতি, যা বড় হতে হতে ফিকে হয়ে যায়। তাই তিনি বলেন, infancy-তে স্বর্গ আমাদের চারপাশে ঘিরে থাকে।

0
Updated: 1 month ago
What role does Nature play in Tintern Abbey?
Created: 1 month ago
A
Nature is only a source of pleasure
B
Nature is hostile to mankind
C
Nature is a guide, guardian, and moral teacher
D
Nature is destructive and violent
Wordsworth Tintern Abbey-এ প্রকৃতিকে কেবল আনন্দের উৎস নয়, বরং এক নৈতিক শিক্ষক ও আত্মার অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন প্রকৃতি মানুষের মনের অশান্তি দূর করে শান্তি দেয় এবং ঈশ্বরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে। প্রকৃতি তাঁকে ধৈর্য, আশা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। তাই তিনি Dorothy-র কাছেও আশা করেন, প্রকৃতি তার জীবনে একই ভূমিকা পালন করবে।

0
Updated: 1 month ago