The "aching joys" and "dizzy raptures" refer to the speaker's:
A
Childhood experiences
B
Mature appreciation of nature
C
Painful memories
D
Future hopes
উত্তরের বিবরণ
Wordsworth-এর Tintern Abbey কবিতায় “aching joys” এবং “dizzy raptures” শব্দগুলো বক্তার শৈশব ও যুবকাবস্থার প্রকৃতির প্রতি গভীর আবেগকে প্রকাশ করে। এখানে দেখা যায় কীভাবে তিনি প্রাথমিক, উচ্ছ্বাসপূর্ণ অনুভূতির সঙ্গে পরিপক্ব, চিন্তাশীল উপলব্ধির তুলনা করেছেন।
-
“Dizzy raptures”: এটি বক্তার যুবকাবস্থায় প্রকৃতিতে নিমজ্জিত হওয়ার সময় অনুভূত প্রায় অতিরিক্ত আনন্দ বা উৎফুল্লতার অনুভূতিকে বোঝায়। এত প্রবল আনন্দ ছিল যে তা এক ধরনের বিভ্রান্তিকর বা “dizzy” অভিজ্ঞতা সৃষ্টি করত।
-
“Aching joys”: এই অক্সিমোরন নির্দেশ করে যে, যুবকাবস্থার আনন্দের সঙ্গে কিছুটা বেদনাসম্পন্ন অভাব বা তৃষ্ণাও জড়িত ছিল। শুধুমাত্র শারীরিক বা বাহ্যিক আনন্দ দিয়ে এটি পূর্ণ হয়নি; এর মধ্যে ছিল গভীর আকাঙ্ক্ষা ও তৃপ্তির অসম্পূর্ণতা।
-
বক্তা এই অতীতের অবিবেচিত, উচ্ছ্বাসপূর্ণ আবেগকে তার বর্তমান, পরিপক্ব ও ধ্যানমূলক প্রকৃতি-বিশ্লেষণের সঙ্গে তুলনা করেছেন।
-
তিনি উপলব্ধি করেছেন যে যদিও “aching joys” এবং “dizzy raptures” চলে গেছে, তিনি তার পরিবর্তে পেয়েছেন “abundant recompense”—একটি গভীর, দার্শনিক ও পরিপক্ব বোঝাপড়া, যা প্রকৃতির প্রকৃত সৌন্দর্য ও আধ্যাত্মিক তাৎপর্যকে অনুধাবনের সুযোগ দেয়।
-
এটি দেখায় যে Wordsworth-এর কবিতায় প্রকৃতির প্রতি সম্পর্ক যৌবনকালের উত্তেজনা থেকে প্রাপ্ত জ্ঞানময় পরিপক্বতায় রূপান্তরিত হয়েছে, যা কেবল অনুভূতি নয়, বরং চিন্তাশীল উপলব্ধির মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।
0
Updated: 1 month ago
How many stanzas are there in Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 2 months ago
A
8
B
9
C
10
D
11
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।
2
Updated: 2 months ago
The poem 'The Solitary Reaper' is written by-
Created: 2 months ago
A
W. H. Auden
B
W. Wordsworth
C
W.B. Yeats
D
Ezra Pound
The Solitary Reaper
-
রচয়িতা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)
-
প্রকাশকাল: ১৮০৭
-
বাংলা অর্থ: একাকী শস্যচ্ছেদক (ফসল কাটার কাজ করা একাকী নারী)
-
কবিতার বিষয়বস্তু: কবিতায় একজন তরুণী মেয়েকে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ি পরিবেশে একাকী শস্য কাটতে দেখা যায়। কাজের সঙ্গে সঙ্গে সে একটি মর্মস্পর্শী গান গুনগুনাচ্ছে, যা কবিকে গভীরভাবে ছুঁয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (1770–1850)
-
রোমান্টিক যুগের একজন বিশিষ্ট কবি।
-
প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতার জন্য তিনি পরিচিত।
-
সাধারণত “Poet of Nature” নামে খ্যাত।
-
বিখ্যাত কবিতা:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 2 months ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers
0
Updated: 2 months ago