Which of the following is NOT generally considered a core tenet of Romanticism?
A
Emphasis on emotion and individualism
B
Glorification of nature
C
Strict adherence to classical rules and forms
D
Fascination with the past and exotic
উত্তরের বিবরণ
রোমান্টিসিজম মূলত নব্য-শাস্ত্রীয় যুগের আনুষ্ঠানিকতা ও কঠোর নিয়মের বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া ছিল। নব্য-শাস্ত্রীয় যুগে যেখানে যুক্তি, শৃঙ্খলা এবং শাস্ত্রীয় রীতি-নীতি জোর দেওয়া হয়েছিল, সেখানে রোমান্টিক কবি ও শিল্পীরা গুরুত্ব দিয়েছিলেন আবেগ, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রকৃতিপ্রেম এবং অচেনা বা অতিপ্রাকৃত বিষয়ের প্রতি। Wordsworth এই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ, যিনি সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতিকে কবিতার মূল বিষয়বস্তু করেছিলেন, কঠোর শাস্ত্রীয় কাঠামোর পরিবর্তে।
-
ক) Emphasis on emotion and individualism: এটি রোমান্টিসিজমের একেবারে কেন্দ্রীয় বৈশিষ্ট্য, ভুল নয়। বরং রোমান্টিক সাহিত্যেই ব্যক্তিগত অনুভূতি, আবেগ ও ব্যক্তিস্বাতন্ত্র্য সর্বাধিক গুরুত্ব পেয়েছে।
-
খ) Glorification of nature: এটিও রোমান্টিসিজমের মূল বৈশিষ্ট্য। Wordsworth-এর কবিতায় প্রকৃতি এক আধ্যাত্মিক ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে উঠে এসেছে। তাই এটিও ভুল নয়।
-
ঘ) Fascination with the past and exotic: রোমান্টিসিজমে অতীতের গৌরব, লোককথা, লোকজ ঐতিহ্য এবং অচেনা-অজানা জগতের প্রতি আকর্ষণ ছিল প্রবল। ইতিহাস ও কল্পনার সমন্বয়ে সৃষ্ট এক বিশেষ রোমান্টিক বৈশিষ্ট্য এটি। তাই এটিও ভুল নয়।
-
রোমান্টিসিজমে নব্য-শাস্ত্রীয় যুগের কৃত্রিমতা ও নিয়মমাফিক কাঠামোকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
-
Wordsworth-এর মতে কবিতা হবে “language really used by men”, অর্থাৎ সাধারণ মানুষের ভাষার ব্যবহার।
-
রোমান্টিকরা বিশ্বাস করতেন কবিতা বা শিল্পের আসল শক্তি নিহিত অন্তর্দৃষ্টি, কল্পনা ও হৃদয়ের আবেগে।
-
এই আন্দোলন শিল্প ও সাহিত্যে স্বাধীনতা ও স্বকীয়তা প্রতিষ্ঠা করে, যা পরবর্তী যুগের আধুনিক সাহিত্যকেও প্রভাবিত করে।

0
Updated: 8 hours ago
_______ -time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
Created: 1 month ago
A
1660–1785
B
1570–1785
C
1760–1885
D
1660–1885
The Neoclassical Period (1660–1785)
-
সময়কাল: 1660–1785
-
উপাধি: Neoclassical Period (কিছু সময়ে Pseudo-classical বলা হয়, কারণ লেখকদের সাহিত্যকর্ম কিছুটা কৃত্রিম বা শিল্পকৌশলপূর্ণ ছিল)
-
বৈশিষ্ট্য:
-
প্রাচীন Greek এবং Roman সাহিত্য ঐতিহ্য অনুসরণ
-
যুক্তি, শৃঙ্খলা ও নৈতিকতার উপর জোর
-
-
ভিত্তিকাল: তিনটি ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
বিখ্যাত সাহিত্যিক:
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe
-
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
Choose the correct time frame of the Neoclassical Period.
Created: 3 weeks ago
A
1560–1885
B
1760–1885
C
1660–1885
D
1660–1785
The Neoclassical Period (1660–1785)
-
ইংরেজি সাহিত্যে 1660–1785 সময়কে Neoclassical Period বলা হয়।
-
তিন ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
একে Pseudo-classical Ageও বলা হয়, কারণ লেখকেরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে অনুকরণ করেছেন।
বিখ্যাত সাহিত্যিকগণ
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe

0
Updated: 3 weeks ago
'The Neoclassical Period' is also known as -
Created: 5 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 5 months ago