অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ কোন দুই দেশের যৌথ মহড়া? [সেপ্টেম্বর, ২০২৫]
A
বাংলাদেশ ও ভারত
B
বাংলাদেশ ও চীন
C
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ ও পাকিস্তান
উত্তরের বিবরণ
অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া, যা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছে।
-
মহড়া ৭ দিনব্যাপী চলবে এবং এটি সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায়, বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত।
-
মহড়ায় অংশগ্রহণ করছে:
-
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান এবং একটি এমআই-১৭ হেলিকপ্টার
-
যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান
-
-
অংশগ্রহণকারী সদস্য সংখ্যা: বাংলাদেশ বিমান বাহিনী ১৫০ জন, যুক্তরাষ্ট্র ৯২ জন।
-
এছাড়াও মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
0
Updated: 1 month ago
ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
Created: 22 hours ago
A
পোল্যান্ড
B
সুইডেন
C
তুরস্ক
D
জাপান
বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় ব্যবস্থার নাম ও কাঠামো তাদের রাজনৈতিক ঐতিহ্য ও সাংবিধানিক বৈশিষ্ট্যের প্রতিফলন বহন করে। প্রতিটি দেশের সংসদ নিজস্ব নামে পরিচিত এবং ভিন্ন ভিন্ন কাঠামোতে পরিচালিত হয়।
• জাপানের পার্লামেন্টের নাম “ডায়েট (National Diet)”, যা একটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ। এর উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলর্স এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস নামে পরিচিত।
• জাপানি ডায়েট দেশের আইন প্রণয়ন ও সরকারের কার্যক্রম তত্ত্বাবধানে মূল ভূমিকা পালন করে।
• সুইডেনের পার্লামেন্টের নাম “রিকসভ্যাগ (Riksdag)”, যা এককক্ষবিশিষ্ট এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত।
• তুরস্কের সংসদ পরিচিত “গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি (Grand National Assembly)” নামে।
• ইসরায়েলের সংসদ “নেসেট (Knesset)” এবং ডেনমার্কের সংসদ “ফোকেটিং (Folketing)” নামে পরিচিত, উভয়ই এককক্ষ বিশিষ্ট আইনসভা।
0
Updated: 22 hours ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি?
Created: 5 days ago
A
পোর্ট ব্লেয়ার
B
সিকিম
C
পুদুচেরি
D
দাদরা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার (Port Blair), যা বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সদর দপ্তর। এই দ্বীপপুঞ্জ প্রায় ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রায় ৩৭টি দ্বীপে জনবসতি রয়েছে। পোর্ট ব্লেয়ার কেবল প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি দ্বীপপুঞ্জের অর্থনৈতিক, সামরিক ও পর্যটন কার্যক্রমের মূল কেন্দ্রও বটে।
-
ঐতিহাসিক গুরুত্ব: ব্রিটিশ শাসনামলে এখানে নির্মিত সেলুলার জেল (Cellular Jail) ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি প্রতীক। স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসিত করে এখানে আটক রাখা হতো, এজন্য এটি “কালাপানি” নামে পরিচিত ছিল।
-
ভৌগোলিক অবস্থান: পোর্ট ব্লেয়ার বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করায় এটি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে ভারতের নৌবাহিনী ও উপকূলীয় নিরাপত্তা ঘাঁটি রয়েছে।
-
সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক: দ্বীপপুঞ্জে আন্দামানী ও নিকোবরী আদিবাসীরা বসবাস করে, এবং পর্যটন, মৎস্যচাষ ও বনসম্পদ এখানকার প্রধান অর্থনৈতিক উৎস।
-
যোগাযোগ ব্যবস্থা: পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
0
Updated: 5 days ago
ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?
Created: 5 days ago
A
মিজোরাম, ত্রিপুরা
B
আসাম, মেঘালয়
C
অরুণাচল, মণিপুর
D
মেঘালয়, মিজোরাম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে সম্মিলিতভাবে বলা হয় “সেভেন সিস্টার স্টেটস”, যার মধ্যে আছে— আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুর। এই সাতটি রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ ও মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই।
-
বাংলাদেশের সঙ্গে সীমান্তযুক্ত রাজ্যগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
-
অরুণাচল প্রদেশ চীনের সীমানার কাছাকাছি অবস্থিত, আর মণিপুর মিয়ানমারের সীমান্তে।
-
বাংলাদেশের সঙ্গে সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার অধিকাংশ অংশ ভারতের সঙ্গে।
-
তাই সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ ও মণিপুর।
0
Updated: 5 days ago