বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল এসএমই ঋণ চালু করেছে কোন ব্যাংক?
A
সিটি ব্যাংক
B
ব্র্যাক ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
এবি ব্যাংক
উত্তরের বিবরণ
ডিজিটাল এসএমই ঋণ দেশের প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে চালু করেছে ব্র্যাক ব্যাংক।
-
এই সুবিধার নাম ‘সাফল্য ই-লোন’, যার মাধ্যমে ছোট ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
-
ইতোমধ্যে শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সাতক্ষীরা সহ দেশের দুর্গম চরাঞ্চলের ৫ হাজারের বেশি মানুষ এই ঋণসুবিধা গ্রহণ করেছেন।
-
ভবিষ্যতে এই সেবা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।
0
Updated: 1 month ago
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:
0
Updated: 1 month ago
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে-
Created: 5 months ago
A
স্বাভাবিক সুদে
B
বিনা সুদে
C
অল্প সুদে
D
অতি সামান্য সুদে
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB) হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা ইসলামী শরিয়াভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংক সুদবিহীন ঋণ প্রদান করে এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।
প্রতিষ্ঠার ইতিহাস
-
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে।
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
সদস্যতা ও কার্যক্রম
-
মোট সদস্য দেশ: ৫৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: গায়ানা (৫৭তম সদস্য)
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান প্রেসিডেন্ট: ড. মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব)
গুরুত্বপূর্ণ তথ্য
-
IsDB সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-এর সদস্য হওয়া।
-
আইভরি কোস্ট একটি OIC-ভুক্ত দেশ হলেও IsDB-এর সদস্য নয়।
-
বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে।
বিশেষ বৈশিষ্ট্য
-
ইসলামী উন্নয়ন ব্যাংক সুদমুক্ত (ইসলামী শরিয়াভিত্তিক) অর্থায়ন ও ঋণ প্রদান করে।
-
উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ইত্যাদি খাতে সহায়তা প্রদান করে।
উৎস: IDB ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
Created: 1 month ago
A
এবি ব্যাংক পিএলসি
B
সিটি ব্যাংক পিএলসি
C
ব্র্র্যাক ব্যাংক পিএলসি
D
যমুনা ব্যাংক পিএলসি
• এবি ব্যাংক পিএলসি সংক্ষিপ্ত বিবরণ:
-
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক: এবি ব্যাংক পিএলসি
-
প্রতিষ্ঠার তারিখ: ৩১ ডিসেম্বর ১৯৮১
-
ব্যাংকের কার্যক্রম শুরু: ১৯৮২ সালের ১২ এপ্রিল, আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে
-
প্রথম এটিএম সেবা চালু: ১৯৯৬
-
প্রথম সুইফট (SWIFT) সেবা চালু: ১৯৯৯, প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে
-
চেয়ারম্যান: ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী
0
Updated: 1 month ago