বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল এসএমই ঋণ চালু করেছে কোন ব্যাংক?
A
সিটি ব্যাংক
B
ব্র্যাক ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
এবি ব্যাংক
উত্তরের বিবরণ
ডিজিটাল এসএমই ঋণ দেশের প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে চালু করেছে ব্র্যাক ব্যাংক।
-
এই সুবিধার নাম ‘সাফল্য ই-লোন’, যার মাধ্যমে ছোট ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক উদ্যোক্তারা মাত্র কয়েক মিনিটেই সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
-
ইতোমধ্যে শেরপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সাতক্ষীরা সহ দেশের দুর্গম চরাঞ্চলের ৫ হাজারের বেশি মানুষ এই ঋণসুবিধা গ্রহণ করেছেন।
-
ভবিষ্যতে এই সেবা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।

0
Updated: 8 hours ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 1 month ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে

0
Updated: 1 month ago
How many foreign commercial banks are now operating in Bangladesh? [September, 2025]
Created: 1 day ago
A
6
B
8
C
9
D
10
বর্তমানে দেশে ব্যাংকগুলো প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত: তফসিলী ব্যাংক এবং অ-তফসিলী ব্যাংক।
১. তফসিলী ব্যাংক:
-
যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে ৬২টি তফসিলী ব্যাংক রয়েছে, যা বিভিন্ন শ্রেণিতে বিভক্ত:
-
রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি
-
বিশেষায়িত ব্যাংক: ৩টি
-
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি
-
বিদেশি ব্যাংক: ৯টি
-
বিদেশি ব্যাংকগুলো:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন
৩. হাবিব ব্যাংক লিমিটেড
৪. এইচএসবিসি
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
৯. উরি ব্যাংক
২. অ-তফসিলী ব্যাংক:
-
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় এবং কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না, তাদেরকে অ-তফসিলী ব্যাংক বলা হয়।
-
বর্তমানে অ-তফসিলী ব্যাংকের সংখ্যা: ৫টি
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
২. কর্মসংস্থান ব্যাংক
৩. গ্রামীণ ব্যাংক
৪. জুবিলি ব্যাংক
৫. পল্লী সঞ্চয় ব্যাংক

0
Updated: 1 day ago
Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?
Created: 2 days ago
A
Pubali Bank PLC
B
Dutch-Bangla Bank PLC
C
Bank Asia PLC
D
City Bank PLC
এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠান বা সংস্থা জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে। এভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সুবিধা পায়।
-
বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা জারি করে।
-
২০১৪ সালের ১৭ জানুয়ারি, ব্যাংক এশিয়া পিএলসি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
-
এ কারণেই ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিত।
-
-
মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ব্রাজিলে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়।
তথ্যসূত্র:

0
Updated: 2 days ago