২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ভারত ও শ্রীলঙ্কা
B
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
C
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
D
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে
উত্তরের বিবরণ
টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে, যা আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হবে।
-
সময়কাল: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, ২০২৬।
-
মোট ২০টি দল অংশ নেবে, যার মধ্যে ইতিমধ্যে ১৫টি দল নিশ্চিত।
-
বাকি ৫টি দল বাছাইপর্ব থেকে আসবে, যেখানে আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি দল যোগ হবে।
-
দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল।
-
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে যাবে।
-
সুপার এইটে আটটি দলকে আবার দুটি গ্রুপে চারটি করে ভাগ করা হবে।
-
প্রতিটি সুপার এইট গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

0
Updated: 8 hours ago
প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ম্যানিলা
B
নয়াদিল্লি
C
ব্যাংকক
D
হাংজু
এশিয়ান গেমস
-
এশিয়ান গেমসকে বলা হয় “দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া”।
-
অলিম্পিকের পর এটি বিশ্বের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের অন্যতম বৃহত্তম আসর।
-
এর মূল লক্ষ্য হলো এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক গড়ে তোলা, সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা এবং যৌথভাবে এশিয়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া।
-
প্রতি চার বছর অন্তর এই আসর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।
-
এশিয়ান গেমসের পূর্বসূরি ছিল ফার ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমস (ওরিয়েন্টাল অলিম্পিক নামেও পরিচিত), যা ১৯১৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
প্রথম এশিয়ান গেমস (১৯৫১)
-
অনুষ্ঠিত হয়: ১৯৫১ সালের ৪–১১ মার্চ, ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল স্টেডিয়ামে।
-
সবগুলো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে।
-
অংশগ্রহণকারী: ১১টি দেশ, মোট ৪৮৯ জন ক্রীড়াবিদ।
-
পদক তালিকায়:
-
জাপান শীর্ষে ছিল (৬০টি পদক)।
-
ভারত দ্বিতীয় স্থান অধিকার করে (৫১টি পদক)।
-
উৎস: Olympics

0
Updated: 1 month ago