বর্তমানে দেশে নিরক্ষরতার হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
A
প্রায় ১২ শতাংশ
B
প্রায় ১৭ শতাংশ
C
প্রায় ২২ শতাংশ
D
প্রায় ২৮ শতাংশ
উত্তরের বিবরণ
সাক্ষরতা অর্জন মানুষকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
-
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী, দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ।
-
এর অর্থ, প্রায় ২২ শতাংশ মানুষ এখনো নিরক্ষর।
উল্লেখযোগ্য তথ্য:
-
বিশ্বের বিভিন্ন দেশে সাক্ষরতার সংজ্ঞায় ভিন্নতা থাকলেও, ১৯৬৭ সালে ইউনেসকো একটি সর্বজনীন সংজ্ঞা নির্ধারণ করে। তখন শুধুমাত্র নাম লিখতে পারলেই কাউকে সাক্ষর ধরা হতো।
-
পরবর্তীতে প্রায় প্রতি দশকেই এই সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে।
-
১৯৯৩ সালের সংজ্ঞা অনুযায়ী কাউকে সাক্ষর বলে গণ্য করতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে:
১. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য পড়তে পারবে।
২. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য লিখতে পারবে।
৩. ব্যক্তি দৈনন্দিন জীবনের সাধারণ হিসাব-নিকাশ করতে পারবে।

0
Updated: 8 hours ago
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
Created: 1 month ago
A
AB Bank PLC
B
IFIC Bank PLC
C
Jamuna Bank PLC
D
BRAC Bank PLC
ব্র্যাক ব্যাংকের আইএফআরএস প্রতিবেদন
-
প্রথম প্রকাশ: ব্র্যাক ব্যাংক, বাংলাদেশে
-
প্রতিবেদনের ধরন: স্বতন্ত্র IFRS ‘S-1’ ও ‘S-2’ রিপোর্ট
-
মানদণ্ড: International Sustainability Standards Board (ISSB) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক
-
বিষয়বস্তু:
-
টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগের এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ
-
-
বিশেষত্ব: ব্র্যাক ব্যাংক প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে একমাত্র ব্যাংক যা নতুন IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে
-
প্রবর্তনের বছর: ২০২৩
-
উল্লেখ্য: IFRS S-1 ও S-2 স্ট্যান্ডার্ডস সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে

0
Updated: 1 month ago
Which is the easternmost district of Bangladesh?
Created: 1 month ago
A
Bandarban
B
Rangamati
C
Khagrachari
D
Feni
সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনকশা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার

0
Updated: 1 month ago
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
Created: 2 months ago
A
মেজর জেনারেল জিয়াউর রহমান
B
মেজর জেনারেল মঞ্জুর
C
মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
D
মেজর জেনারেল এইচ এম এরশাদ
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।
মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ:
- কাজী মোহাম্মদ শফিউল্লাহ বীর উত্তম যিনি কে এম শফিউল্লাহ নামেও পরিচিত।
- তার জন্ম ২ সেপ্টেম্বর ১৯৩৪ তারিখে।
- তিনি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং সাবেক সংসদ সদস্য।
উল্লেখ্য,
- দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসাবে, তার ব্যাটালিয়ন সহ, তিনি ছিলেন প্রথম বাঙালি অফিসার যিনি ১৯ মার্চ ১৯৭১ সালে বিদ্রোহ করেন এবং ৫৭ বিডিই কমান্ডার-ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন।
- তিনি সিলেটের তেলিয়াপাড়ায় সদর দপ্তর ৩ সেক্টরের সেক্টর কমান্ডার হন।
- তিনি সরাসরি সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অন্তত দুটি এই ধরনের যুদ্ধে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পান।
- সেপ্টেম্বরের শেষের দিকে তিনি তিনজন ব্রিগেড কমান্ডারের একজন নিযুক্ত হন।
- তিনি স্বাধীনতা যুদ্ধের সময় 'এস-ফোর্স'-এর কমান্ডার ছিলেন।
- শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল মাসে সেনাপ্রধান হন।
- ১৫ আগস্ট ১৯৭৫ সালের বাংলাদেশ অভ্যুত্থানের পর, রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদ তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান।
⇒ ১৫ আগস্ট ১৯৭৫:
- ১৫ আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশের অভ্যুত্থান হলো মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থান।
- খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি পাকিস্তানপন্থি সরকার দিয়ে শেখ মুজিবুর রহমানের সরকারকে অপসারণের পরিকল্পনা করেছিলেন কর্মকর্তারা।
- শেখ মুজিব এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এ অভ্যুত্থানে নিহত হন।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago