বর্তমানে ওপেকের সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
A
১০টি
B
১২টি
C
১৫টি
D
১৭টি
উত্তরের বিবরণ
OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো তেল রপ্তানীকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক তেলের নীতি ও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রধান উদ্দেশ্য: সদস্য দেশগুলোর পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
গঠনের প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা।
-
প্রতিষ্ঠিত: সেপ্টেম্বর, ১৯৬০।
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা)।
-
বর্তমান সদস্য দেশ: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা)
0
Updated: 1 month ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Created: 2 hours ago
A
প্রোপেন
B
বিউটেন
C
মিথেন
D
হাইড্রোজেন
প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটি থাকে তা হলো মিথেন। এটি বর্ণহীন, গন্ধহীন এবং অত্যন্ত দাহ্য এক ধরনের হাইড্রোকার্বন, যা পৃথিবীর ভূগর্ভে দীর্ঘদিন ধরে জৈব পদার্থের অবক্ষয়ের মাধ্যমে গঠিত হয়। এ কারণেই প্রাকৃতিক গ্যাসকে শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়।
তালিকা আকারে ইনফরমেশন:
-
মিথেন (CH₄) প্রাকৃতিক গ্যাসের মোট গঠন উপাদানের প্রায় ৭০%–৯০% জুড়ে থাকে।
-
মিথেনের অণুতে একটি কার্বন এবং চারটি হাইড্রোজেন থাকে, যা একে অত্যন্ত স্থিতিশীল ও পরিষ্কার জ্বালানিতে পরিণত করে।
-
প্রাকৃতিক গ্যাসে মিথেনের পাশাপাশি ইথেন, প্রোপেন, বিউটেন, নাইট্রোজেন ও কার্বন ডাই–অক্সাইড সামান্য পরিমাণে থাকে।
-
শক্তি উৎপাদন, রান্না, শিল্পকারখানা এবং বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে মিথেন ব্যবহৃত হয় কারণ এতে ধোঁয়া কম তৈরি হয়।
-
মিথেন দহন করলে কার্বন ডাই–অক্সাইড ও পানি তৈরি হয়, তাই অন্যান্য জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি তুলনামূলকভাবে পরিবেশবান্ধব।
-
বাংলাদেশে সিলেট, বিবিয়ানা, তিতাস, বাখরাবাদসহ বিভিন্ন গ্যাসক্ষেত্রে মিথেনসমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়।
0
Updated: 2 hours ago
হরিপুরে তেল আবিষ্কৃত হয়-
Created: 5 months ago
A
১৯৪৭ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৫ সালে
D
১৯৮৪ সালে
• হরিপুর খনিজ তৈল ক্ষেত্র:
- বাংলাদেশের দুটি খনিজ তৈল ক্ষেত্র রয়েছে।
- বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি হরিপুর তেলক্ষেত্র।
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সালে তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয়।
- ১৯৯৪ সাল থেকে তেল উৎপাদনে স্থগিত হয়ে যায়।
১৯৮৭ থেকে ১৯৯৪ পর্যন্ত এই সাত বছরে তেলক্ষেত্রটি থেকে মোট প্রায় ৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।
উল্লেখ্য,
২০২৩ সালে সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে।
---------------------
হরিপুর গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে।
- ১৯৫৫ সালে সর্বপ্রথম এখানে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- হরিপুর গ্যাসক্ষেত্রের ৭ ও ৯ নম্বর কূপ থেকে বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
উল্লেখ্য
- হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে।
- কূপটিতে প্রায় ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে বলে ধারণা করা হচ্ছে।
- এলএনজির আমদানি মূল্য হিসেবে এই গ্যাসের দাম প্রায় ১০ হাজার কোটি টাকা।
- জুন, ২০২৩ থেকে হরিপুর গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে অনুসন্ধান শুরু হয়।
- কূপটি থেকে প্রতিদিন ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।
উৎস:
i) জাতীয় তথ্য বাতায়ন,বাংলাপিডিয়া।
ii) ২৬ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
iii) সিলেট জেলার সরকারি ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
U.S. Energy Information Administration (EIA) এর তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ইরান
B
যুক্তরাষ্ট্র
C
রাশিয়া
D
সংযুক্ত আরব আমিরাত
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র (ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন: ইআইএ)।
যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
এ পরিমাণ মোট বিশ্ব উত্পাদনের প্রায় ২২ শতাংশ।
শুধু উত্পাদক নয়, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি তেল ভোক্তা দেশগুলোর মধ্যে ও প্রথম স্থানে রয়েছে; দৈনিক প্রয়োজন প্রায় দুই কোটি ব্যারেল, যা বিশ্বচাহিদার প্রায় ২০ শতাংশ।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব; ইআরআর (ER) এর সর্বশেষ হিসাব অনুযায়ী দিন প্রতি প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল।
রাশিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ; ইআরআর এর হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।
0
Updated: 1 month ago