আফ্রিকার কোন দেশে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
মিশর
B
ইথিওপিয়া
C
আলজেরিয়া
D
নাইজেরিয়া
উত্তরের বিবরণ
ইথিওপিয়া নীল নদে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করেছে, যা এলাকার বিদ্যুৎ উৎপাদন ও পানিসংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি)।
-
বাঁধের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং উচ্চতা ৪৭৫ ফুট।
-
নীল নদের ওপর ২০১১ সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়।
-
প্রকল্পের মোট ব্যয় হয়েছে ৪০০ কোটি মার্কিন ডলার।
-
এটি আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে -
Created: 2 months ago
A
সুয়েজ খাল
B
মালাক্কা প্রণালী
C
জিব্রাল্টার প্রণালী
D
পক প্রণালী
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও ভূমিকা: জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে।
-
সংযোগকারী জলপথ: এটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে একমাত্র প্রাকৃতিক সংযোগ।
-
ভৌগোলিক বিবরণ: প্রণালীটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করে।
-
দেশসমূহ: জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনের মধ্যে অবস্থিত।
-
গড় গভীরতা: প্রায় ১,২০০ ফুট (৩৬৫ মিটার)
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার
0
Updated: 1 month ago
আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
Created: 2 months ago
A
নীলনদ
B
মিসিসিপি
C
আমাজান
D
কঙ্গো
নীল নদ:
-
অবস্থান: আফ্রিকা
-
দৈর্ঘ্য: ৬৮০০ কিমি (৪,১৩৫ মাইল)
-
উৎস: লেক ভিক্টোরিয়া (প্রধান), দূরবর্তী উৎস কাগেরা নদী, বুরুন্ডি
-
প্রবাহ: ১১টি দেশের মধ্য দিয়ে (মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া) ভূ-মধ্যসাগরে পতিত হয়
-
প্রধান শাখা:
১. নীল নীল – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
২. আতবারা – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
৩. সাদা নীল – লেক ভিক্টোরিয়া ও আলবার্ট হ্রদ থেকে -
বিশেষত্ব: আফ্রিকার দীর্ঘতম নদী
অন্য উল্লেখযোগ্য নদীসমূহ:
-
বিশ্বের বৃহত্তম নদী: আমাজন নদী
-
বিশ্বের ৪র্থ বৃহত্তম নদী: মিসিসিপি নদী
-
আফ্রিকার ২য় বৃহত্তম নদী: কঙ্গো নদী
উৎস: Worldatlas
0
Updated: 2 months ago