প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
A
সমীভবন
B
বিষমীভবন
C
অপিনিহিতি
D
অসমীকরণ
উত্তরের বিবরণ
শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয় উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে পরিণত হয় অথবা উচ্চারণগত সমতা লাভ করে, তবে সেই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়াকে বলে সমীভবন।
0
Updated: 1 month ago
’দিগন্ত’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
Created: 2 months ago
A
ব্যঞ্জন + স্বর
B
স্বর + স্বর
C
স্বর + স্বর
D
ব্যঞ্জন + ব্যঞ্জন
’দিগন্ত’ শব্দটি (ব্যঞ্জন + স্বর) নিয়মে গঠিত।
যেমন-
- ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
- যেমন
- দিক্ + অন্ত = দিগন্ত,
- সৎ + উপায় = সদুপায়
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।
উল্লেখ্য,
- ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• পরি+ছেদ = পরিচ্ছেদ (স্বর + ব্যঞ্জন) ।
• চলৎ+চিত্র = চলচ্চিত্র (ব্যঞ্জন + ব্যঞ্জন) ।
0
Updated: 2 months ago
'মৃন্ময়' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
মৃদ + ময় = মৃন্ময়
B
মৃন + ময় = মৃন্ময়
C
মৃত + ময় = মৃন্ময়
D
মৃৎ + ময় = মৃন্ময়
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ্ স্থানে ন্ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। কিন্তু, ৎ/দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
ব্যঞ্জনদ্বিত্বের উদাহরণ কোনটি?
Created: 2 months ago
A
পদ্ম > পদ্দ
B
জন্ম > জন্ম
C
সকাল > সক্কাল
D
লগ্ন > লগ্গ
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব
সংজ্ঞা:
কখনো কখনো জোর বা গুরুত্ব দেওয়ার জন্য শব্দের ভেতরে থাকা কোনো ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব (একই ব্যঞ্জনের পুনরাবৃত্ত) আকারে উচ্চারিত হয়। একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলা হয়।
উদাহরণ:
-
পাকা → পাক্কা
-
সকাল → সক্কাল
সমীভবন
সংজ্ঞা:
কোনো শব্দে পাশাপাশি দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে আংশিক বা সম্পূর্ণভাবে সমান হয়ে যায়। একে সমীভবন বলে।
উদাহরণ:
-
জন্ম → জন্ম
-
পদ্ম → পদ্দ
-
লগ্ন → লগ্গ
0
Updated: 2 months ago