দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
A
আইন
B
দাখিল
C
এজেন্ট
D
মুচলেকা
উত্তরের বিবরণ
• ’এজেন্ট’ শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত।
- যার অর্থ: প্রতিনিধি, ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
অন্যদিকে,
- ‘আইন’ শব্দটি ফারসি শব্দ।
- ‘দাখিল’ আরবি শব্দ।
- ‘মুচলেকা’ তুর্কি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
উত্তমর্ণ
B
খাতক
C
অধমর্ণ
D
ঋতুপর্ণ
'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।
অন্যদিকে,
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
'আলোছায়া' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 2 months ago
A
তৎপুরুষ সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
কর্মধারয় সমাস
D
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
সংজ্ঞা
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বৈশিষ্ট্য
-
প্রতিটি পদের অর্থ সমানভাবে রক্ষিত হয়।
-
ব্যাসবাক্যে (পূর্ণ বাক্যে) “এবং / ও / আর” ইত্যাদি অব্যয় দ্বারা সম্পর্ক প্রকাশ পায়।
উদাহরণ
-
আলো + ছায়া → আলোছায়া (আলো ও ছায়া)
-
তাল + তমাল → তালতমাল (তাল ও তমাল)
-
দোয়াত + কলম → দোয়াতকলম (দোয়াত ও কলম)
-
মাতা + পিতা → মাতাপিতা (মাতা ও পিতা)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ
0
Updated: 2 months ago
কোনটি বিভক্তি লোপ প্রাপ্ত তৎপুরুষ সমাস?
Created: 1 month ago
A
হাতে কাটা
B
তেলেভাজা
C
গরুরগাড়ি
D
ছেলে ভুলানো
অলুক তৎপুরুষ সমাস:
অলুক তৎপুরুষ সমাস হলো সেই সমাস যা সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে গঠিত হয়। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
বিভক্তি লোপ প্রাপ্ত তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
ছেলেকে ভুলানো → ছেলে-ভুলানো
-
মামার বাড়ি → মামাবাড়ি
-
ধানের খেত → ধানখেত
-
পথের রাজা → রাজপথ
-
গোলায় ভরা → গোলাভরা
-
গাছে পাকা → গাছপাকা
-
অকালে মৃত্যু → অকালমৃত্যু
0
Updated: 1 month ago