হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
A
শ্রাবণ মেঘের দিন,
B
গৌরীপুর জংশন
C
এই সব দিনরাত্রি
D
অনিল বাগচীর একদিন
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং শিক্ষক। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। শৈশবে তাঁর নাম ছিল শামসুর রহমান। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ছাত্রজীবনে লেখা ‘নন্দিত নরকে’ নামক নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব ঘটে।
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
সূর্যের দিন
-
শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
হুমায়ূন আহমেদের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
0
Updated: 1 month ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 2 months ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
0
Updated: 2 months ago
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
সাড়ে তিন হাত ভূমি
B
এক যুবকের ছায়াপথ
C
সৌরভ
D
বিধ্বস্ত রোদের ঢেউ
‘সৌরভ’ উপন্যাস
-
এটি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস।
-
উপন্যাসটি ১৯৮৪ সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
প্রধান চরিত্র: শফিক।
উপন্যাসের অন্যান্য চরিত্রসমূহ
-
শফিক
-
রফিক
-
কাদের
-
নেজাম
-
আজিজ সাহেব
-
শীলা
-
লুনা
অন্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ
-
‘সাড়ে তিন হাত ভূমি’ – ইমদাদুল হক মিলন
-
‘এক যুবকের ছায়াপথ’ – সৈয়দ শামসুল হক
-
‘বিধ্বস্ত রোদের ঢেউ’ – সরদার জয়েনউদ্দিন
0
Updated: 1 month ago
হুমায়ূন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
ঢাকা
B
কুড়িগ্রাম
C
রংপুর
D
নেত্রকোনা
হুমায়ূন আহমেদ একজন প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং শিক্ষক। তিনি ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)। হুমায়ূন আহমেদ ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
• জোছনা ও জননীর গল্প
• আগুনের পরশমণি
• শ্যামল ছায়া
• সৌরভ
• অনীল বাগচীর একদিন
0
Updated: 1 month ago