কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
A
পদ্মাবতী
B
যুগবাণী
C
পঞ্চভূত
D
কালান্তর
উত্তরের বিবরণ
‘যুগবাণী’ হলো কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন, যা মূলত ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রবন্ধের সমাহার। এই প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২ সালে এবং একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। বিচারাধীন বন্দি হিসেবে ১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দী প্রদান করেন, যা ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে বাংলা সাহিত্যে ইতিহাস এবং সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। ১৬ জানুয়ারি বিচারের রায়ে তিনি এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
ছেলেবেলায় লেটো গানের দলে যোগদান।
-
বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া।
-
১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান ও করাচিতে কর্মরত।
-
বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
-
চল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান।
-
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
-
স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা লাভ।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য প্রবন্ধ-গ্রন্থসমূহ:
-
তুর্কমহিলার ঘোমটা খোলা
-
রাজবন্দীর জবানবন্দী
-
যুগবাণী
-
রুদ্রমঙ্গল
-
দুর্দিনের যাত্রী
অন্যান্য প্রবন্ধকার:
-
রবীন্দ্রনাথ ঠাকুর: কালান্তর, পঞ্চভূত
-
আবদুল করিম সাহিত্য বিশারদ: পদ্মাবতী
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
প্রলয় শিখা
B
অগ্নিবীণা
C
পূজারিণী
D
চন্দ্ৰবিন্দু
'পূজারিণী' কাজী নজরুল ইসলাম রচিত কোনো পৃথক কাব্যগ্রন্থ নয়, এটি মূলত তাঁর 'দোলন চাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।
• কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
প্রলয়শিখা
-
নির্ঝর
-
ভাঙার গান
-
সর্বহারা
-
শেষ সওগাত
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
নতুন চাঁদ ইত্যাদি
0
Updated: 1 month ago
'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
Created: 1 month ago
A
যুগ-বাণী
B
রুদ্র-মঙ্গল
C
দুর্দিনের যাত্রী
D
রাজবন্দির জবানবন্দি
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি কেবল কবি নয়, প্রবন্ধকার ও সমাজচিন্তক হিসেবেও খ্যাত। তাঁর জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিম্নরূপ:
-
কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।
-
নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ ও সাহিত্য:
-
তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ ছিল ‘যুগবাণী’।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
রুদ্র মঙ্গল
-
মন্দির ও মসজিদ
-
আমি সৈনিক
-
‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ।
-
‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ খ্রিস্টাব্দে।
-
গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে।
‘আমার পথ’ প্রবন্ধের কিছু অংশ:
-
প্রবন্ধে নজরুল তাঁর যাত্রার স্বাধীনতা, সাহস ও সত্যনিষ্ঠার প্রতি সংকল্প প্রকাশ করেছেন। তিনি বলেন,
‘আমার এই যাত্রা হল শুরু ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ‘জয় প্রলয়ঙ্কর’ বলে ‘ধূমকেতু’কে রথ করে আমার আজ নতুন পথে যাত্রা শুরু হল। আমার কর্ণধার আমি। আমায় পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি—নমস্কার করছি আমার সত্যকে।
যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়! রাজভয়—লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তা হলে বাইরের কোন ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সে-ই বাইরে ভয় পায়।’
-
এখানে নজরুলের ব্যক্তিগত আত্মবিশ্বাস, নৈতিক সাহস এবং সত্যের প্রতি অটল বিশ্বাস ফুটে উঠেছে।
-
প্রবন্ধটি ব্যক্তিগত মুক্তি ও সামাজিক সচেতনতার সঙ্গে মিলিত হয়েছে, যা তাঁর লেখনীকে এক বিশেষ প্রভাবশালী অবস্থানে রাখে।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত 'রণসঙ্গীত' প্রথম কী নামে প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
জাগরণের গান
B
নতুনের গান
C
স্বাধীনতার গান
D
চল্ চল্ চল্
রণসঙ্গীত
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
মূল কবিতার চরণ সংখ্যা: ২১
-
প্রকাশ: ১৯২৮ (১৩৩৫) সালে ঢাকার শিখা পত্রিকার বার্ষিক সংখ্যায়, শিরোনাম ‘নতুনের গান’
-
পরবর্তীতে নামকরণ: ‘চল্ চল্ চল্’
-
সংগ্রহ: কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত
সঙ্গীতের কিছু চরণ:
“চল্ চল্ চল্! / ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল, / অরুণ প্রাতের তরুণ দল-”
কাজী নজরুল ইসলাম
-
জাতীয়তা ও পরিচিতি: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
সন্ধ্যা কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম
0
Updated: 2 months ago