’অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
A
১৯২১ সালে
B
১৯১৯ সালে
C
১৯২৩ সালে
D
১৯২২ সালে
উত্তরের বিবরণ
কাব্যগ্রন্থের অন্তর্গত প্রধান কবিতাগুলো হলো প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর, ধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী এবং মোহররম।
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
0
Updated: 1 month ago
‘গুণহীনের বৃথা আস্ফালন ‘– এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়?
Created: 1 month ago
A
আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
B
অসারের তর্জন গর্জন সার
C
কানা ছেলের নাম পদ্মলোচন
D
ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি
উত্তরটি সঠিক কারণ 'গুণহীনের বৃথা আস্ফালন' মানে হচ্ছে, যিনি নিজে গুণহীন বা অক্ষম, তিনি উঁচু আওয়াজ করে কিছু করে দেখানোর চেষ্টা করছেন তা আসলে অর্থহীন। এখন 'অসারের তর্জন গর্জন সার' প্রবাদটিও একই অর্থ বোঝায়।
অর্থাৎ, যিনি কোন কাজের অক্ষম, তাঁর চিৎকার বা বোকা বুলি কোন কাজের হয় না। তাই উভয়গুলোর অর্থ এক এবং একইভাবে বোঝানো হয়েছে। সুতরাং, এই উত্তরটি সঠিক।
0
Updated: 1 month ago
'রমেশ ও কমলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
যোগাযোগ
B
চার অধ্যায়
C
নৌকাডুবি
D
চতুরঙ্গ
‘নৌকাডুবি’ উপন্যাস
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
মূল বিষয়: জটিল পারিবারিক সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু
অন্য উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের উপন্যাস ও চরিত্র:
-
যোগাযোগ: কেন্দ্রীয় চরিত্র – নায়িকা কুমুদিনী, নায়ক মধুসূদন
-
চার অধ্যায়: উল্লেখযোগ্য চরিত্র – অতীন, এলা, ইন্দ্রনাথ
-
চতুরঙ্গ: উল্লেখযোগ্য চরিত্র – শচীশ, দামিনী, শ্রীবিলাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
সম্পূর্ণভাবে
B
সারাক্ষণ
C
শেষ পর্যন্ত
D
মৃত্যু অবধি
‘A to Z’ কথাটি ইংরেজিতে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বা সম্পূর্ণভাবে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন – He explained the matter from A to Z অর্থাৎ তিনি বিষয়টি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করেছেন।
তাই এখানে সঠিক অর্থ হলো সম্পূর্ণভাবে।
0
Updated: 1 month ago