বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
তিথিডোর
B
সাড়া
C
কঙ্কাবতী
D
নির্জন স্বাক্ষর
উত্তরের বিবরণ
বুদ্ধদেব বসু একজন প্রখ্যাত সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক। তিনি বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম কবি হিসেবে পরিচিত। বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায়, পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগরে।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা
-
পেশা: সাহিত্যিক, সমালোচক, সম্পাদক
-
বিশেষত্ব: বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য
রচিত কাব্যগ্রন্থ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা

0
Updated: 8 hours ago
'তিথিডোর' বুদ্ধদেব বসু রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 3 weeks ago
A
উপন্যাস
B
নাটক
C
প্রবন্ধ
D
কাব্যগ্রন্থ
‘তিথিডোর’ – বুদ্ধদেব বসু
-
রচনা ও প্রকাশ: বুদ্ধদেব বসু রচিত ‘তিথিডোর’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
-
সংগঠন: উপন্যাসটি তিন খণ্ডে বিভক্ত – শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান।
-
বিষয়বস্তু: বাঙালি মধ্যবিত্তের নারী-পুরুষ জীবনযাপনের মনোরম কাহিনি। মূল উপজীব্য প্রেম ও যৌবন।
-
শৈলী: গীতিময় ভাষা, কাব্যময়তা এবং শেষাংশে ‘চৈতন্যপ্রবাহ’-ধর্মী বর্ণনাভঙ্গি।
বুদ্ধদেব বসু রচিত অন্যান্য উপন্যাস:
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বুদ্ধদেব বসুর জন্মস্থান—
Created: 2 weeks ago
A
যশোর
B
কুমিল্লা
C
কলকাতা
D
বিক্রমপুর
বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন বিশিষ্ট সাহিত্যিক, সমালোচক এবং সম্পাদক, যিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
-
তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডদের একজন হিসেবে তাঁকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাসসমূহ:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা

0
Updated: 2 weeks ago
বুদ্ধদেব বসুর জন্মস্থান কোন জেলায়?
Created: 1 month ago
A
কুমিল্লা
B
বরিশাল
C
মেদেনীপুর
D
হুগলি
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর।
-
শুধু কবিতাতেই নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেব স্বচ্ছন্দভাবে বিচরণ করেছেন।
-
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়।
-
তিনি বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago