’চিত্তনামা’ কী ধরনের রচনা?
A
প্রবন্ধ
B
কাব্য
C
নাটক
D
গল্প
উত্তরের বিবরণ
'চিত্তনামা' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়, যা কাজী নজরুল ইসলামের সমকালীন প্রেক্ষাপটে রচিত। ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিংয়ে মৃত্যুবরণ করলে কবি শোকাহত হয়ে সমকালীন পত্রিকায় কবিতা রচনা করেন এবং সেই কবিতাগুলো সংগ্রহ করে 'চিত্তনামা' প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থের প্রকাশ: ১৯২৫
-
প্রেক্ষাপট: চিত্তরঞ্জন দাশের মৃত্যু ও তার প্রভাব
-
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙার গান
-
সন্ধ্যা
-

0
Updated: 8 hours ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।" - কবিতাংশটু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 6 days ago
A
সর্বহারা
B
অগ্নিবীণা
C
ভাঙার গান
D
দোলনচাঁপা
কবিতাংশ:
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার" – কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া পারের তরণী’ কবিতার অংশ।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।
-
ডাক নাম: দুখু মিয়া।
-
বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’।

0
Updated: 6 days ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
ফররুখ আহমদ
C
আব্দুল কাদির
D
বন্দে আলী মিয়া
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
কবি ফররুখ আহমদের সাহিত্যিক জীবনের সূচনাপর্বে প্রকাশিত অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হলো ‘সাত সাগরের মাঝি’, যা ১৯৪৪ সালে প্রথমবারের মতো পাঠকের সামনে আসে। এটি তাঁর প্রথম ও অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত। এই গ্রন্থে মোট ১৯টি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রন্থটির শেষ কবিতার নামও ‘সাত সাগরের মাঝি’, যা শিরোনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বইটিতে আরও যেসব উল্লেখযোগ্য কবিতা রয়েছে, সেগুলোর মধ্যে সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, এবং দরিয়ার শেষরাত্রি বিশেষভাবে উল্লেখযোগ্য।
ফররুখ আহমদ: একজন মুসলিম পুনর্জাগরণবাদী কবি
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন জন্মগ্রহণ করেন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে। বাংলা সাহিত্যে তিনি পরিচিত মুসলিম পুনর্জাগরণের কবি হিসেবে। তাঁর কবিতায় ইসলামী ভাবধারা, সমাজসচেতনতা এবং সংস্কৃতির গভীর প্রভাব প্রতিফলিত হয়েছে। ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষকে কেন্দ্র করে রচিত ‘লাশ’ কবিতা তাঁকে সাহিত্যিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
তিনি কাহিনিনির্ভর কবিতার ক্ষেত্রেও অনন্য। তাঁর লেখা ‘হাতেমতায়ী’ কাব্যের জন্য তিনি ১৯৬৬ সালে আদমজী পুরস্কার অর্জন করেন। একই বছরে তাঁর ‘পাখির বাসা’ নামক শিশুতোষ রচনার জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
ফররুখ আহমদের সাহিত্যকর্মে যে কাব্যগ্রন্থগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, তার মধ্যে রয়েছে:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি'- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Created: 2 months ago
A
পূরবী
B
শেষলেখা
C
আকাশ প্রদীপ
D
সেজূঁতি
'শেষলেখা' কাব্যগ্রন্থ
- 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' কবিতাটি রবীন্দ্রনাথের 'শেষ লেখা'(১৯৪১) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- 'শেষলেখা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
- এ গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ নিজে করে যেতে পারেননি।
- অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা।
কবিতার অংশবিশেষ:
"তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।"
-----------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘কবি-কাহিনী’ (প্রকাশ:১৮৭৮)।
- আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন।
- প্রথম প্রকাশিত কবিতা - হিন্দুমেলার উপহার।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক - বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম- ভিখারিনী।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago