অমিয় চক্রবর্তী রচিত গদ্যরচনা কোনটি?
A
খসড়া
B
এক মুঠো
C
পুরবাসী
D
অনিঃশেষ
উত্তরের বিবরণ
অমিয় চক্রবর্তী ছিলেন তিরিশের পঞ্চকবির একজন প্রভাবশালী কবি ও লেখক, যিনি তাঁর সাহিত্যজীবনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং দীর্ঘ সময় ধরে তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন।
-
জন্ম ও মৃত্যু: ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্ম, ১৯৮৬ সালে মৃত্যু।
-
তিনি তিরিশের পঞ্চকবির মধ্যে একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: ১৫টি।
-
প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
অন্যান্য কাব্যগ্রন্থ
-
-
গদ্যরচনাসমূহ:
-
চলো যাই
-
সাম্প্রতিক
-
পুরবাসী
-
পথ অন্তহীন
-

0
Updated: 8 hours ago
শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 1 month ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago
দীনবন্ধু মিত্র সমধিক পরিচিত কী হিসেবে?
Created: 1 week ago
A
ঔপন্যাসিক
B
নাট্যকার
C
প্রাবন্ধিক
D
কবি
দীনবন্ধু মিত্র
-
জন্ম: ১৮৩০ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে।
-
আসল নাম: গন্ধর্বনারায়ণ।
-
তিনি ছিলেন একজন খ্যাতনামা নাট্যকার।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন এবং কলেজ জীবনে সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশ করেন।
-
তবে নাটক ও প্রহসন রচনাতেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা হলো ‘নীলদর্পণ’।
-
মৃত্যু: ১৮৭৩ সালের ১ নভেম্বর।
তাঁর রচিত নাটকসমূহ:
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
কমলে কামিনী
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
-
দ্বাদশ কবিতা
-
সুরধুনী কাব্য
তাঁর রচিত প্রহসন:
-
সধবার একাদশী
-
বিয়ে পাগলা বুড়ো

0
Updated: 1 week ago