অমিয় চক্রবর্তী রচিত গদ্যরচনা কোনটি?
A
খসড়া
B
এক মুঠো
C
পুরবাসী
D
অনিঃশেষ
উত্তরের বিবরণ
অমিয় চক্রবর্তী ছিলেন তিরিশের পঞ্চকবির একজন প্রভাবশালী কবি ও লেখক, যিনি তাঁর সাহিত্যজীবনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং দীর্ঘ সময় ধরে তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন।
-
জন্ম ও মৃত্যু: ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্ম, ১৯৮৬ সালে মৃত্যু।
-
তিনি তিরিশের পঞ্চকবির মধ্যে একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: ১৫টি।
-
প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
অন্যান্য কাব্যগ্রন্থ
-
-
গদ্যরচনাসমূহ:
-
চলো যাই
-
সাম্প্রতিক
-
পুরবাসী
-
পথ অন্তহীন
-
0
Updated: 1 month ago
‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 2 months ago
A
গবেষণামূলক প্রবন্ধ
B
নাট্য রচনা
C
আত্মজীবনীমূলক
D
ঐতিহাসিক উপন্যাস
নওয়াব ফয়জুন্নেসা
-
জন্ম: ১৮৩৪, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
-
পেশা ও পরিচয়: জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক, কবি
-
সামাজিক অবদান:
-
সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন
-
দীন-দরিদ্রের কল্যাণে কাজ করেছেন
-
বাংলা পত্রপত্রিকা যেমন: ‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’, ‘ইসলাম প্রচারক’-এর আর্থিক সহায়তা প্রদান করেছেন
-
-
উপাধি: মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে ‘নওয়াব’
-
সাহিত্যকর্ম:
-
গদ্য ও পদ্যে রচিত রূপজালাল (১৮৭৬) – আত্মজীবনীমূলক রচনা
-
কাব্য: সঙ্গীতসার, সঙ্গীতলহরী
-
-
মৃত্যু: ১৯০৩, স্বগ্রামে সমাহিত
-
সম্মাননা: ২০০৪ সালে একুশে পদক (মরণোত্তর)
0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন গ্রন্থটি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ?
Created: 2 months ago
A
খেয়া
B
বিশ্বপরিচয়
C
পরিশেষ
D
ঘরে বাইরে
‘বিশ্বপরিচয়’ প্রবন্ধ
-
‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞানবিষয়ক গ্রন্থ।
-
গ্রন্থটি রবীন্দ্রনাথের ভাষারীতি ও বিজ্ঞানচিন্তার এক মূল্যবান নিদর্শন।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে।
-
রবীন্দ্রনাথ এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে।
রবীন্দ্রনাথের অন্যান্য গ্রন্থের উৎসর্গপত্র
-
‘খেয়া’ কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়েছিল জগদীশ বসুকে।
-
‘পরিশেষ’ কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন অতুলপ্রসাদ সেনকে।
-
‘ঘরে বাইরে’ উপন্যাস উৎসর্গ করেছিলেন প্রমথ চৌধুরীকে।
উৎস: ‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'অনল প্রবাহ' — কাব্যগ্রন্থটি কে লিখেছেন
Created: 1 month ago
A
কায়কোবাদ
B
আহসান হাবীব
C
কাজী নজরুল ইসলাম
D
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
• ‘অনল প্রবাহ’ কাব্যগ্রন্থ:
-
এটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য।
-
প্রকাশিত: ১৯০০ খ্রিষ্টাব্দ।
-
এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেছিল।
-
প্রথম সংস্করণে মোট নয়টি কবিতা অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখযোগ্য কবিতাসমূহ:-
অনল প্রবাহ
-
তুর্যধ্বনি
-
মূর্চ্ছনা
-
বীর-পূজা
-
অভিভাষণ
-
মরক্কো সংকট
-
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:
-
জন্ম: ১৮৮০ খ্রিস্টাব্দ, সিরাজগঞ্জ।
-
নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত, জন্মভূমির কারণে।
-
তিনি একজন লেখক, বাগ্মী ও কৃষক নেতা।
রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস:
-
রায়নন্দিনী
-
তারাবাঈ
-
ফিরোজা বেগম
প্রবন্ধ:
-
স্বজাতি প্রেম
-
তুর্কি নারী জীবন
-
স্পেনীয় মুসলান সভ্যতা
কাব্যগ্রন্থ:
-
অনল প্রবাহ
-
উচ্ছ্বাস
-
উদ্বোধন
-
স্পেন বিজয় কাব্য
0
Updated: 1 month ago